বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ তিনি। একসময় ছোটপর্দায় নায়িকা হিসেবে সবার নজর কেড়েছিলেন। ধারাবাহিকের পর্দায় অভিনয়ের মধ্য দিয়ে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন। আজও দর্শক তাঁকে চেনেন পর্দার সেই পরিচিত চরিত্রগুলির জন্যই। তবে এবার আর শুধু অভিনয়ের জগতেই আটকে থাকতে চান না তিনি।
অভিনেত্রী স্বীকৃতি মজুমদার ‘খেলাঘর’, ‘মেয়েবেলা’, ‘আলোর কোলে’–র মতো ধারাবাহিকে তাঁকে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছে। বর্তমানে তিনি ‘রানী ভবানি’ ধারাবাহিকে কাজ করছেন। অভিনয়ে সাফল্য পেলেও এবার জীবনের নতুন মোড়ে পা বাড়াচ্ছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি এবার আরেকটি পরিচয়ে সামনে আসতে চলেছেন স্বীকৃতি। অনেক ভেবেচিন্তেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, প্রযোজনার জগতে হাতেখড়ি করার। অর্থাৎ এবার অভিনেত্রী থেকে প্রযোজকের আসনে দেখা যাবে তাঁকে। দর্শকদের জন্য একেবারেই অন্য অভিজ্ঞতা নিয়ে হাজির হতে চান তিনি।
শোনা যাচ্ছে, জয়দীপ বন্দ্যোপাধ্যায় এবং গায়ক-সুরকার প্রাঞ্জল দাসের সঙ্গে যৌথভাবে একটি সিরিজ প্রযোজনা করবেন স্বীকৃতি। উল্লেখযোগ্য বিষয়, এই দুই শিল্পীর প্রযোজনা সংস্থা ইস্ট ইন্ডিয়া টকিজ–এর এটি প্রথম কাজ। ফলে তিনজনকেই বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
আরও পড়ুনঃ “মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা বানিয়ে লস খেয়েছিলাম অনেক বড়!”— সোহমের মন্তব্যে বিতর্ক! “পায়ের নখের সমানও নন আপনি, কোন সাহসে এমন কথা বলেন?” “কটা অভিনয় করেছেন, আপনি ছিলেন বলেই লস হয়েছিল!”– দর্শকের কটাক্ষে ভাসছেন অভিনেতা!
যদিও সিরিজটির নাম এখনও ঠিক হয়নি, তবে তারকাখচিত এই প্রোজেক্ট নিয়ে ইতিমধ্যেই আগ্রহ বেড়েছে দর্শকদের মধ্যে। জানা গিয়েছে, সৌম্য বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বিশ্বজিৎ দাস, দেবপর্ণা পাল চৌধুরী এবং নবাগত পুজিতার মতো চেনা মুখ থাকবেন এই সিরিজে। সব মিলিয়ে ছোটপর্দার প্রিয় অভিনেত্রী স্বীকৃতি এবার নতুন ভূমিকায় কতটা সফল হন, তা দেখার অপেক্ষায় টলিপাড়া।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।