টালিগঞ্জে বড় পর্দার জৌলুস কি সত্যিই আগের মতো আছে? দর্শকদের রুচি পাল্টেছে, বদলে গিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মের যুগ—ঠিক এই সময়েই পুরনো গ্ল্যামার, শিল্প, আর তারকাদের প্রভাব নিয়ে আবার উঠছে নতুন প্রশ্ন। টলিউডে আড়ম্বর থাকলেও, কোথাও যেন অভ্যন্তরে জমছে চাপা অস্বস্তি। এই পরিস্থিতিতেই সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা এবং পরিচালক তথাগত মুখার্জির বক্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে ইন্ডাস্ট্রির ভেতর-বাইরে।
সাক্ষাৎকারে তথাগত প্রথমেই দাবি করেন—টলিউডে লগ্নি ভয়ানক ভাবে কমছে। তাঁর কথায়, “আগে বছরে যতো সিনেমা বানানো হতো, সেটা আজ দাঁড়িয়েছে মাত্র ৩০-এর ঘরে।” অর্থাৎ প্রযোজকদের ঝুঁকি নেওয়ার প্রবণতা কমছে, আর সেই সঙ্গে যুক্ত হচ্ছে বক্স অফিসের অস্বচ্ছ হিসাব। তাঁর মতে, এই পতন শুধু বাজারের নয়, ইন্ডাস্ট্রির ভিতকেও নাড়িয়ে দিচ্ছে। সিনেমার সংখ্যা কমা মানে সুযোগ, কাজ, নতুন প্রতিভার ওঠার পথও সংকুচিত হওয়া।
বক্স অফিসের ‘হইচই’ প্রসঙ্গে তথাগত আরও সরাসরি বলেন—যা দেখা যায়, তা-ই সত্যি নয়। তাঁর দাবি, অনেক ‘হাউসফুল’ ট্যাগযুক্ত সিনেমা তিনি নিজে গিয়ে দেখেছেন, যেখানে হলে উপস্থিত ছিলেন মাত্র ৩০ জনের মতো। অর্থাৎ দর্শকসংখ্যা দেখানো হয় কিন্তু বাস্তবে সিনেমা দেখতে লোক কম। তাঁর অভিযোগ, “বক্স অফিস কালেকশন এখন পুরোপুরি জল মেশানো।” এই মন্তব্যেই জোরালো হচ্ছে প্রশ্ন—তাহলে কি ইন্ডাস্ট্রি নিজেই নিজেদের ভুল তথ্যের আশ্রয়ে টিকে থাকার চেষ্টা করছে?
এখানেই ওঠে মূল প্রশ্ন—এত কিছু করে লাভটা কার? দর্শকের নাকি তারকার? উত্তরে তথাগত বলেন, “যারা নিজেদের পারসেপশন বাঁচিয়ে রাখতে চায়, যারা নিজেদের মেগাস্টার বা সুপারস্টার দাবি করে—এই কাজটা আসলে তাদেরই।” অর্থাৎ তারকার ইমেজ সুস্থ রাখতে বক্স অফিসের কৃত্রিম উচ্ছ্বাস তৈরি করা হচ্ছে বলে ইঙ্গিত তাঁর। টলিউডে দেব, জিৎ—যাঁরা বছরের পর বছর ‘মেগাস্টার’ তকমা ধরে রেখেছেন, তাঁদেরও কি উদ্দেশ্য করে এই বক্তব্য? ইন্ডাস্ট্রিতে এখন এই নিয়েই চাপা গুঞ্জন।
আরও পড়ুনঃ দীর্ঘ বিরতির অবসান, স্টার জলসার নতুন ধারাবাহিকে ফিরছেন দীপান্বিতা রক্ষিত! বিপরীতে ‘করুণাময়ী রানী রাসমণি’র পর, শুভ্রজিৎ সাহার বহুদিনের প্রতীক্ষিত প্রত্যাবর্তন! নতুন জুটিকে ঘিরে বাড়ছে কৌতূহল, কবে আসছে ধারাবাহিকের প্রোমো?
সবশেষে তথাগত দাবি করেন—ইচ্ছে করেই লোকজনকে টাকা দিয়ে সিনেমা দেখতে পাঠানো হয়, যেন শো-এর সংখ্যা এবং ভিড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ‘প্রমাণ’ হিসেবে ব্যবহার করা যায়। এই অভিযোগ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। টলিউডে সত্যিই কি তারকাখ্যাতি ধরে রাখতে এভাবে ‘দর্শক তৈরি’ করা হয়? তাঁর মন্তব্যের পর অনেকেই মনে করছেন—ইন্ডাস্ট্রির ভেতরের অন্ধকার অংশটা এবার প্রকাশ্যে আসতে শুরু করেছে। তবে এই ইঙ্গিত যে সরাসরি তারকাদের দিকেই ছোঁড়া হয়েছে, তা বলাই বাহুল্য।






“১০ মাস গর্ভে ধারণ করছি…” গর্ভবতী শ্বেতা? দাম্পত্যের দশ মাসে নতুন অধ্যায়ের ইঙ্গিত টেলিপড়ার সেরা জুটি শ্বেতা-রুবেলের! তবে কি খুব তাড়াতাড়ি সংসারে আসছে নতুন অতিথি?