“আমরা কেউ যুদ্ধ করতে চাই না! কিন্তু শুরু ওরা করেছে, শেষ করতে হবে আমাদের।” — সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’এর পক্ষে দৃঢ় বার্তা মৌসুমী চট্টোপাধ্যায়ের!

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী ‘মৌসুমী চট্টোপাধ্যায়’ (Moushumi Chatterjee) ফের উঠে এলেন আলোচনায়, তবে এবার সিনেমার পাশাপাশি রাজনৈতিক মন্তব্যের জন্যও। ভারত-পাকিস্তান যুদ্ধের পরিস্থিতিতেই আবারও মুক্তি পেয়েছে সুজিত সরকারের ছবি ‘পিকু’ (Piku) , এই ছবিতে ‘ছবি মাসি’র চরিত্রে মৌসুমীকে দেখে আবেগপ্রবণ হয়েছিলেন আগেও দর্শকেরা। এবারটাও হয়তো সবাই তার থেকেও বেশি ভালোবাসা দেবেন।

এদিক এক সাক্ষাৎকারে মৌসুমী জানান তাঁর মনের গভীরে লুকিয়ে রাখা কষ্টের কথা এবং যুদ্ধ পরিস্থিতি নিয়েও মুখ খুলেছেন এদিন। অভিনেত্রী বলেন, তাঁর প্রয়াত মেয়ে পায়েল তাঁকে এই ছবিটি করতে অনুপ্রাণিত করেছিলেন। আর এবার ‘আড়ি’ ছবিতে অভিনয়ের অনুপ্রেরণা পেয়েছেন ছোট মেয়ে মেঘার কাছ থেকে। দুই মেয়ের স্মৃতি ও উৎসাহ যেন তাঁর অভিনয়ে জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি।

এদিন ব্যক্তিগত যন্ত্রণা ও শক্ত মানসিকতা উঠে এসেছে মৌসুমীর কথায়। মেয়েকে হারানোর কষ্ট নিয়েও তিনি ঘুরে দাঁড়িয়েছেন, তবে সেনাবাহিনীতে শহিদ হওয়া সেনাদের কথাও উল্লেখ করেন তিনি। অভিনেত্রীর চোখে যুদ্ধ মানে শুধুই হার-জিত নয়, বরং তা মানসিকতার লড়াই। এই বক্তব্য তাঁর মানবিক ও দেশপ্রেমিক মনোভাবের প্রকাশ। তিনি জানিয়ে দিলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপই এখন একমাত্র উপায়।

আমরা কেউ যুদ্ধ করতে চাই না, কিন্তু শুরু ওরা করেছে, শেষ করতে হবে আমাদের! সন্ত্রাসের কোনও জায়গা নেই এই দেশে। ‘অপারেশন সিঁদুর’, ‘জয় হিন্দ'” অন্যদিকে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক নিয়ে মৌসুমী বলেন, “আমরা এখন আত্মীয় বললেই চলে।” সদ্য মুক্তিপ্রাপ্ত ‘আড়ি’ ছবির সাফল্য উদযাপন করতে যশ-নুসরতের পার্টিতেও উপস্থিত ছিলেন মৌসুমী।

আরও পড়ুনঃ চলছে না ধারাবাহিক! ‘নায়কের সঙ্গে তুমুল অন্তরঙ্গতা, অতিরিক্ত সেলিব্রেশনেই কাল হয়েছে কথার!’ জনপ্রিয়তায় ভাটা পড়তেই কটাক্ষ নেটপাড়ার

কেক কেটে উদযাপনের সেই সন্ধ্যায় ছিলেন আরও অনেক টলিউড তারকা ও পরিচালক। বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে তাঁর দুই ছবি—‘পিকু’ এবং ‘আড়ি’। পর্দায় একদিকে এক আবেগঘন চরিত্র, অন্যদিকে সামাজিক বার্তা। মৌসুমী চট্টোপাধ্যায়ের এই বক্তব্যই যেন অনেকের জীবনের রঙ একসাথে মিশিয়ে দিয়েছে পর্দা ও বাস্তবের মাঝে। অভিনেত্রীর এই দেশপ্রেমকে আমরা শ্রদ্ধা জানাই!