এ যেন বাপের বাড়ি থেকে মেয়েরা একে একে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে।কিছুদিন আগেই আমরা আপনাদের খবর দিয়েছি যে জি বাংলার অপরাজিতা অপু ধারাবাহিক খ্যাত সুস্মিতা দে এবার স্টার জলসায় সিরিয়াল করতে চলেছেন। তার বিপরীতে থাকছেন ফেলনা খ্যাত দেবজ্যোতি রায়চৌধুরী। একদম শাশুড়ি কিভাবে কর্মসূত্রে বৌমাকে বিদেশযাত্রা করাবে সেটাই হলো গল্পের মূল উপজীব্য।
আর এর মধ্যেই জানা গেল যে জি বাংলার কৃষ্ণকলি খ্যাত তিয়াসা রয় চলে যাচ্ছেন স্টার জলসায়। এমনিতেই তাকে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে দেখে সাধারণ মানুষ কিছু একটা সন্দেহ করেছিলেন।সেখানে আজকে ইন্ডাস্ট্রির ভেতর থেকে জানা গেল যে স্টার জলসার নতুন সিরিয়াল নিয়ে আসছেন তিয়াসা।
এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই ধারাবাহিকের প্রযোজনা করছেন টেন্ট প্রোডাকশন। অপরদিকে তিয়াসার বিপরীতে কে নায়ক হবে সেটা এখনো জানা যায়নি। তবে জি বাংলার ঘরের মেয়েকে স্টার জলসায় দেখতে পাওয়া গেলে তার একটা বিশাল ব্যাপার হবে দুই চ্যানেলের ফ্যানের কাছেই।
অন্যদিকে আমরা জানতে পারছি যে শ্রীময়ী ইন্দ্রানী হালদার আবার জি বাংলায় ফিরতে চলেছেন গোয়েন্দা গিন্নি হাত ধরে এবং দেশের মাটির মাম্পি অর্থাৎ রুকমা রয় ইতিমধ্যেই জি বাংলায় লালকুঠি ধারাবাহিকে ফিরে আসছে। তাই এবার দেখা যাক স্টার জলসা এগিয়ে সুস্মিতা এবং তিয়াসা কীরকম পারফর্ম করেন।
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!