অভিনয় করেন খলনায়কের চরিত্রে, বাংলা টলিউড ইন্ডাস্ট্রির এক অত্যন্ত পরিচিত মুখ। বিগত ৩০ বছরেরও বেশি সময় ধরে দর্শকদের তাঁর অভিনয়ের মাধ্যমে মনোরঞ্জন করে চলেছেন। কালের পরিবর্তনে অভিনেতাকে প্রাথমিক জীবনে বড় পর্দায় দেখা গেলেও এখন ছোট পর্দাতেও তিনি অভিনয় করছেন।
অভিনেতার ঝুলিতে একাধিক সিনেমা তো রইছে এমনকি, সিরিয়াল জগতেও তাঁর বেশ নামডাক আছে। এক কথায়, ভরত কলের অভিনয় দক্ষতা নিয়ে কোনো কথা বলার জায়গা রাখেননি তিনি। সিনেমাতে বেশিরভাগ সময়ই তাঁকে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। বুঝতেই পারছেন নিশ্চয়ই কার কথা বলছি, তিনি জনপ্রিয় অভিনেতা অভিনেতার নাম ভরত কল (Bharat Kaul)।
অভিনেতার কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হল- ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘পাগলু টু, ‘জোশ’, ‘আমি সুভাষ বলছি’, ‘বলোনা তুমি আমার’, ‘যোদ্ধা’, ‘এম এল এ ফাটাকেষ্ট’, ‘দিওয়ানা’, ‘অরুন্ধতী’ এবং আরো অনেক। অন্যদিকে, অভিনেতার ঝুলিতে ধারাবাহিকের নামও কম কিছু নেই। ‘আপনজন’, ‘পুন্যি পুকুর’, ‘শ্রীময়ী’, ‘জামাই রাজা’, ‘দেবীপক্ষ’, ‘কুন্দ ফুলের মালা’, ‘ফাগুন বউ’, ‘প্রতিদান’-এর মতো হিট সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে তাকে।
আরও পড়ুনঃ ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের ঈশা ওরফে তনয়া ব্যানার্জীর বোনও রয়েছে বিনোদন জগতে! তিনিও কিন্তু ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী! চেনেন তাকে?
বর্তমানে শোনা যাচ্ছে বেশ অনেকদিন পর আবারও সিরিয়ালে ফিরতে চলেছে এই অভিনেতা। কিন্তু, কোন চরিত্রে অভিনয় করবেন তিনি? খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল থেকে শুরু হওয়া স্টার জলসার ‘আজকের নায়ক পরশুরাম’ ধারাবাহিকের আসন্ন দিনে দেখা যাবে অভিনেতা ভরতকে।
‘পরশুরাম’-এ তিনি এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন ভরত কল। এই গল্পতেও তিনি খল নায়কের ভূমিকায় অভিনয় করবেন। পরশুরামকে বিপাকে কতটা ফেলতে পারে সেটাই এখন দেখার বিষয়। অ্যাকশনে ভরপুর ধারাবাহিকে এই অভিনেতা কতটা দর্শকদের মন জয় করতে পারে?