টলিউড ছেড়ে বলিউডে পা দিলেন নীল! হতে চলেছেন বলিউডি ধারাবাহিকের নায়ক! কেমন কাটছে স্বপ্নপূরণের পথে একাকী জীবন?

টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি, সদ্যই শেষ হয়েছে তার ধারাবাহিক ‘অমর সঙ্গী’ (Amar Sangi)। হ্যাঁ, কথা হচ্ছে অভিনেতা ‘নীল ভট্টাচার্য’ (Neel Bhattacharya) কে নিয়ে। চলতি মাসের শুরুতেই আচমকাই মুম্বই উড়ে গেলেন! একাধিক ব্যাগ হাতে বিমানবন্দরের বাইরে তাঁর একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা নিজেই।

এতদিন একাধি জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে, তবে হঠাৎ শহর ছেড়ে পাড়ি দেওয়ায় শুরু হয় জল্পনা, তবে কি হিন্দি ধারাবাহিকের প্রস্তাব পেয়েছেন নীল? গত কয়েক বছরে টলিউড থেকে বহু শিল্পী পা রেখেছেন হিন্দি বিনোদনের দুনিয়ায়। যেমন ঋষি কৌশিক, অদ্রিজা রায়, দেবচন্দ্রিমা সিংহরায়দের মতো অনেকেই ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন মুম্বইতে।

Trina Saha, Neel Bhattacharyya, Tollywood, serial, television, entertainment, বিনোদন, নীল ভট্টাচাৰ্য, তৃণা সাহা, টলিউড, সিরিয়াল, ধারাবাহিক,

সেই তালিকায় কি এবার যোগ হচ্ছেন নীলও? যদিও এখনও কোনও ধারাবাহিকের নাম সামনে আসেনি, তবে সূত্রের খবর অনুযায়ী নীল নিজেকে তৈরি করতেই আপাতত সময় নিচ্ছেন সেখানে। অভিনয়ের বিভিন্ন ওয়ার্কশপে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি, পাশাপাশি নাচের প্রশিক্ষণও চলছে আর এসবের ফাঁকে ফাঁকে চলছে অডিশনও। এককথায় নতুনভাবে নিজেকে গড়ে তুলতেই আরব সাগরের পারে সময় কাটাচ্ছেন নীল।

তাঁর ইনস্টাগ্রামের ছবি ও ভিডিয়োগুলোতেও যেন অন্যরকম আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। অন্যদিকে তাঁর স্ত্রী তৃণা সাহাও কম ব্যস্ত নন। এখন তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে। চলতি মাসে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে এই ধারাবাহিক। ফলে দু’জনেই তাঁদের কেরিয়ার নিয়ে আপাতত ব্যস্ত পৃথক শহরে।

আরও পড়ুনঃ “যাকে একদিন শিরদাঁড়া সোজা রেখে হাঁটতে শিখিয়েছিলাম, সেই এখন আমাদের শিরদাঁড়া”—ঋদ্ধির জন্মদিনে আবেগঘন বার্তা মা রেশমি সেনের! অভিনেত্রীর আবেগঘন স্বীকারোক্তি ছুঁয়ে গেল নেটিজেনদের মন!

তবে পরস্পরের পাশে না থেকেও যে নিজেদের মতো করে একসাথে স্বপ্নপূরণ করে চলেছেন, তা সত্যিই প্রশসনীয়। টলিপাড়ার অনুরাগীরা এখন চোখ রেখেছেন নীলের ভবিষ্যৎ ঘোষণা ও প্রথম হিন্দি কাজের দিকে। বাংলা টেলিভিশনের গণ্ডি পেরিয়ে নীলের নতুন উচ্চতায় পৌঁছানোর দিকে তাঁকিয়ে আপাতত অসংখ্য অনুরাগীরা।