জ্যোতিষী হয়ত নিজেও জানেনা তার ভাগ্যে কী আছে! আমি জ্যোতিষে নয় কর্মে বিশ্বাসী, কর্ম করলে তবেই সাফল্য আসবে! অকপট শুভাশিস মুখোপাধ্যায়

জীবনে কোনো কিছুতে সফলতা পাওয়ার জন্য পরিশ্রমের বিকল্প কিছু হয় না। আর, এই কথা বারে বারে প্রমাণিত হয়েছে। আজ সমাজের বেশিরভাগ বিশিষ্ট ব্যক্তিরা জীবনের অদম্য জেদ এবং কঠিন পরিশ্রমের মাধ্যমেই সাফল্যের শিখর ছুঁতে পেরেছেন।

কিন্তু, আবার অনেকেই বলেন কপালে যা লিখন আছে তা খন্ডাবার সাধ্যি কারোর নাই ভাগ্যে বিশ্বাসী হন বহু মানুষ। প্রসঙ্গত, সমাজের অনেক নামিদামি ব্যক্তি থেকে শুরু করে তারকার জ্যোতিষে বিশ্বাসী হন। বর্তমানে এমন এক বিশিষ্ট ব্যক্তি তথা টলিউডের সুপরিচিত জনপ্রিয় অভিনেতা জীবনের নানান অভিজ্ঞতা শেয়ার করতে দেখা যাচ্ছে এক সাক্ষাৎকারে। অভিনেতার নাম শুভাশিস মুখোপাধ্যায়।

এই অভিনেতাকে বরাবরই দেখা গেছে প্রধানত কমেডির চরিত্রে অভিনয় করতে। কিন্তু, তা বলে যে কোনো গম্ভীর ইতিবাচক কিংবা নেতিবাচক চরিত্রে অভিনয় করেননি, তা একেবারেই নয়। বর্তমানে এই অভিনেতার সাক্ষাৎকারের এক বিশেষ দৃশ্য ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেতা বলছেন, তিনি একেবারেই জ্যোতিষে বিশ্বাস করেন না। তার বিশ্বাস রয়েছে কেবলই পরিশ্রমে। অভিনেতার কথায়, কেউ যদি পরিশ্রম করে তাহলে পাথর কিংবা জ্যোতিষ শাস্ত্র কোনো কিছুরই দরকার পড়ে না।

আরও পড়ুনঃ “দিনের পর দিন সন্ধ্যা রায়ের মানসি’ক অ’ত্যা’চারের শি’কার হন অনামিকা সাহা!
অ’ন্তর্বাস পরা নিয়ে কথা শুনিয়েছিলেন! এতদিন পর বিস্ফোরক অনামিকা সাহা

অর্থাৎ কোনো জ্যোতিষী যদি কারোর হাত দেখে বলে তাঁর কোনো গ্রহ তুঙ্গে রয়েছে বা কোনো ভালো যোগ রয়েছে তাতে কাজ পায়ে হেঁটে ঘরে আসবে না বরং তার পরিবর্তে আরো বেশি করে পরিশ্রম করলেই সফলতা আসবে জীবনে, এই ধারণায় বিশ্বাসী অভিনেতা শুভাশিস।