সুখী তারকা দম্পতির নাকি হঠাৎই বিবাহ বিচ্ছেদ! খবর ঠিক হজম হচ্ছিল না দর্শকদের। সুদীপ মুখোপাধ্যায়, টলিউড ইন্ডাস্ট্রিতে এই অভিনেতা দীর্ঘ দিন ধরে কাজ করছে বলে যথেষ্টই পরিচিত দর্শকসহ বিনোদন জগতের নানান কলাকুশলীদের কাছে। তবে, ইদানিংকালে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে যথেষ্টই আলোচনা চলছে সমালোচকদের মধ্যে।
তবে, আপাতত সেই সমালোচনার সমাপ্তি ঘটেছে দর্শকদের মধ্যে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেতার ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবন নিয়ে খোলামেলা আড্ডা দিতে দেখা গেল। আর সেই ইন্টারভিউয়ের প্রথমেই দেখা গেল দর্শকদের বিরুদ্ধে অভিযোগ করতে। সোশ্যাল মিডিয়ায় সুদীপ তাঁর ব্যক্তিগত জীবনের থেকে কাজের জিনিসই বেশী পোস্ট করেন, কিন্তু দর্শকেরা তার ব্যক্তিগত জীবন নিয়েই আগ্রহ প্রকাশ করেন বলে ক্ষোভ অভিনেতার।
অভিনেতার কথায়, যাদের ব্যক্তিগত জীবনে অনেক বেশি সমস্যা রয়েছে তারাও অন্যের জীবনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মন্তব্য করে বেড়ায়। “সোশ্যাল মিডিয়ার বিষয়টাকে আমি খুব একটা গুরুত্ব দিই না” বললেন সুদীপ।
কথায় কথায় উদাহরণ স্বরূপ অভিনেতার জীবনের বিবাহিত জীবন নিয়ে বলেন, “কিছু কিছু কারণে আমাদের বিচ্ছিন্নতা হয়েছে। তার মানে এই নয় আমরা জগতের দুই প্রান্তে চলে গেছি তা নয়”। এরপর, বর্তমান সময়ে অভিনেতার বিবাহিত জীবন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে বললেন, তাঁর স্ত্রী কেন সমাজমাধ্যমে এমন বলল সেটা পৃথার (অভিনেতার স্ত্রী) ব্যক্তিগত ব্যাপার। এমনকি, অভিনেতা আরো বললেন “সোশ্যাল মিডিয়া আমার কাছে একটা নর্দমা”, সোশ্যাল মিডিয়াতে সবকিছু জানানোর দরকার নেই।
আরও পড়ুনঃ ‘গৃহপ্রবেশ’-এ আদৃতের প্রত্যাবর্তন! আদৃত ফিরবেই… তবে তার আগেই শুভর বিয়ে! মোহনা কি এবার জেনে যাবে আয়ানই আসলে আদৃত, শুভর স্বামী? ‘গৃহপ্রবেশ’-এ আজকের পর্বে উত্তেজনা তুঙ্গে!
অভিনেতার ব্যক্তিগত জীবনে ঘটনা নিয়ে নেটিজেনরা তাঁর স্ত্রীয়ের বিরুদ্ধে উল্টোপাল্টা মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়াও, ‘চিরসখা’র স্বতন্ত্র বললেন তিনি বরাবরই কোনদিনও সোশ্যাল মিডিয়া নিয়ে ভাবনা চিন্তা করেননি, কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হওয়ায় অভিনেতা নিজের মন্তব্য প্রকাশ করেছিলেন। ইন্টারভিউয়ের শেষে নিঃসন্দেহে বলা যেতে পারে, সুদীপ মুখোপাধ্যায়ের প্রতিটা মন্তব্যই স্পষ্টবাদী ব্যক্তিত্বের ছাপ রেখে গেল।
খাওয়ানোর নাম করে মায়ের রান্না নিয়ে ব্যবসা? মায়ের স্বপ্নকে ঘিরে ব্যবসার অভিযোগ! নোংরা কটাক্ষের মুখে বাংলার জনপ্রিয় গায়িকা!