“যন্ত্রণা নিয়ে তুমি চলে গেলে..” দিদার আচমকা মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় মা-মেয়ের ঝগড়া নিয়ে বিস্ফোরক অহনা!

সপ্তাহের শুরুতেই অভিনেত্রী সকাল সকাল পেল দুঃসংবাদ! দিদিমাহারা হলেন অহনা দত্ত (Ahana Dutta) ওরফে মিশকা। টেলি জগতের এই অভিনেত্রীকে বর্তমানে স্টার জলসা ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chowya) ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাচ্ছে। অভিনেত্রীর গতকাল ফেসবুকে পোস্ট করা এই খবর অনেক নেটিজেনদের মনের সংশয়কে স্পষ্ট করে তোলে যে তার এবং চাঁদনী দেবীর সম্পর্কের মধ্যে ফাটল ধরেছিল।

বলাই বাহুল্য কিছুদিন আগে অভিনেত্রীর মা সরাসরি না হলেও যথেষ্ট ইঙ্গিত পূর্ণ পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছিলেন। আজ সেই পোস্ট অনেকের কাছেই স্পষ্ট। এই সময় অভিনেত্রী তার মায়ের সঙ্গে কোনভাবেই যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। সোমবার রাতে অহনা তাঁর মাকে কেন্দ্র করে ফেসবুকে লিখে ফেলে লম্বা একটা পোস্ট। অভিনেত্রীর বক্তব্যে ফুটে উঠেছিল নানা রকমের অনুভূতি।

অভিনেত্রী ফেসবুকে লেখেন, “দিদ্দিদ, শেষ কথা হয়েছিল তিন দিন আগে। তবে শুটিংয়ে ব্যস্ত ছিলামবলে খুব বেশি কথা হয়েনি। আগের রবিবার শরীরটা হালকা খারাপ ছিল, বলল মাঝে মাঝে অক্সিজেন লাগছে। একটাই ইচ্ছে ছিল আমার সাথে দেখা করার। একদিন ফোনে বলল লুকিয়ে রেস্টুরেন্টে দেখা করবি? একটু পার্টি করব! তবে একজন মানুষের দিন পর দিন থ্রেট এর জন্য তুমি আমার ভালোবাসার থেকে বঞ্চিত রয়ে গেলে”।

মিশকা অর্থাৎ অহনা আরো লেখেন, “এক ঘণ্টা দরজার সামনে দাঁড়িয়ে হাত জোর করে কান্নাকাটি করেও তোমাকে শেষ বারের মতো দেখতে দিল না। তখনও নিজের বাবাকে হুমকি দিয়ে গেলেন যে, যদি নিজের দিদাকে শেষবার দেখতে যাই, তাহলে উনি সুইসাইড করবেন। তবে এখন আর ভয় পেও না দিদ্দিদ। এখন তুমি যখন ইচ্ছে তখন আমাকে দেখতে পাবে। কারোর কোথা শোনার দরকার নেই।আর তোমার লাল শাড়ি, পারফিউম, আলতা-সিঁদুর, মা গঙ্গার কাছে দিয়ে দেব, তুমি ঠিক পেয়ে যাবে। আমি জানি তোমার আশীর্বাদ আমার সাথে সবসময় আছে। আমি জানি তুমি সব জানো। আমার আর কাউকে কিছু বোঝানোর দরকার নেই। তবে তুমি তো একজন ভালো মা তাই মেয়েকেই সারাজীবন আগলে রেখেছ”।

এরপরেও অহনা লেখেন, “কিন্ত তোমার মেয়ে কালকে মেয়ে হিসেবেও হেরে গেছে। তোমার মেয়ের জেদ তোমার শেষ ইচ্ছেটা পূরণ হতে দিল না দিদ্দিদ।যেখানেই থেকো এবার থেকে নির্ভয় থেকো। আনন্দে থেকো। আর দাদান (দাদু) এর যেন আর ভয় না পেতে হয়, সেটা আমি দেখব। তবে দুঃখ কমানোর প্রতিশ্রুতি দিতে পারছি না”।

প্রসঙ্গত, বলে রাখা ভালো সোমবার দুপুরে অভিনেত্রীর মাও একটি চঞ্চল্যকর পোস্ট ফেসবুকে করেন। তিনি লেখেন, “যে যন্ত্রণা নিয়ে তুমি চলে গেলে, আমি সেই যন্ত্রণা নিয়েই তিলে তিলে বাঁচব। কারণ আমি নিশ্চয়ই খুব পাপ করেছি, তা না হলে বিনা কারণে বাঁচতে হতো না”।

আরও পড়ুনঃ প্রথম ধারাবাহিকেই পুরস্কার পেলেন অভিষেক কন্যা সাইনা চট্টোপাধ্যায়! গর্বিত করলেন বাবাকে

মা ও মেয়ের পোস্ট দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে মায়ের অমতে বিয়ে করেছেন অভিনেত্রী। অহনার জীবনসঙ্গীর নাম দীপঙ্কর। এই দুই ব্যক্তির পরিচয় পর্ব ঘটে শুটিংয়ের সেটেই। দীপঙ্কর পেশায় মেকআপ আর্টিস্ট। অভিনেত্রীর তার মায়ের বিরুদ্ধে রয়েছে এই গুচ্ছ অভিযোগ। অভিনেত্রীর কথায়, তাঁদের বিয়েটা তো মানেননি এমনকি দীপঙ্করের জাতি কাজ চলে যায় সেই চেষ্টাও করেছেন চাঁদনী দেবী। অন্যদিকে আবার, প্রকাশ্যে ফেসবুকে চলতে থাকে মা-মেয়ের ঝামেলা যা কিনা এখন কারোর কাছেই অজানা নয়। সম্পর্কের টানাপোড়েন-এর জেরে মুখ দেখাদেখিও বন্ধ। অনেক নেটিজেনদের মনে একটাই প্রশ্ন তাঁদের মধ্যে আদৌ অভিমানের বরফ গলবে কি?