মনে আছে ‘ছোট বউ’-এর অভিনেত্রীকে! বর্তমানে কেমন কাটছে দেবিকা মুখার্জির জীবন?

‘শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়..’- এই গানের কথাই আজও বাঙালি দর্শকদের মনে প্রেমের অনুভূতি জোগায়। বর্তমান সময় ‘ছোট বউ’ সিনেমার সেই গান নবীন থেকে প্রবীণ সকলকেই মনোরঞ্জন করে যাচ্ছে। এই সিনেমার পরিচালক ছিলেন অঞ্জন চৌধুরী। দেবিকা মুখার্জির (Debika Mukherjee) সঙ্গে প্রসেনজিৎ চ্যাটার্জী সম্পর্কের এক অনবদ্য রসায়ন ধরা পড়েছিল এই সিনেমায়।

এই সিনেমার পর থেকেই অভিনেত্রী বাংলার ঘরে ঘরে ‘ছোট বউ’ ডাকেই পরিচিতি পেয়েছে। এই সিনেমাতে অভিনেত্রী যতটা পরিচিতি পেয়েছিলেন আর অন্য কোথাও থেকে অতটা পরিচিতি অর্জন করতে পারেননি। অভিনেত্রী যেকোনো চরিত্রে সাবলীলভাবে অভিনয় করতেন। কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে অভিনয় জগৎ থেকে হারিয়ে যান সকলের প্রিয় ছোট বউ।

Actress

অভিনেত্রীকে বড় পর্দায় দেখা গেল তিনি বরাবরই ছিলেন সাদামাটা। অভিনেত্রী জন্ম কলকাতায়, মাত্র পাঁচ বছর বয়সে পিতৃবিয়োগ হয় তাঁর। এরপর থেকে চার ভাই বোনকে নিয়ে তাঁর মা জীবন সংগ্রামে একাই লড়াই করেন। অভিনেত্রী মাত্র ৯ বছর বয়সে ‘ফরিয়াদ’ নামক সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। এরপর তাকে দেখতে পাওয়া যায় ১৯৭৪ সালের ‘ঠগিনী’ নামক এক সিনেমায়। এরপর একে একে অভিনেত্রী তাঁর বিস্তৃতি ঘটায় টলিউড ইন্ডাস্ট্রিতে।

আরও পড়ুনঃ ছোট পর্দা থেকে ফের বড় পর্দায়! মহুয়া রায়চৌধুরীর চরিত্রে দেখা যাবে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ খ্যাত অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায়কে

মূলত ‘বাঞ্ছারামের বাগান’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী টলিউড জগতে পরিচিতি পায়। এমন কি পরবর্তীকালে অভিনেত্রীর ব্যাপ্তি ঘটেছে বলিউড জগতেও। ‘বান্ধবী’, ‘পূজা’, ‘মান মর্যাদা’ এমন আরো অনেক সিনেমার মাধ্যমে অভিনেত্রী দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এরপর অভিনেত্রী ১৯৯৩ সালে ডক্টর মাধব গুপ্তকে বিয়ে করার পর এক সময় ম্যানচেস্টারে পাড়ি দেন অভিনেত্রী। বিয়ের পর অভিনেত্রী কার্যত সিনেমা জগত থেকে দূরেই চলে গিয়েছিলেন তিনি। কিন্তু অভিনয় থামাননি, যাত্রাপালার মাধ্যমে নিজের পেশাকে বজায় রেখেছেন তিনি। বর্তমানে অভিনেত্রী রাজনীতিতে যুক্ত থাকলেও বেশিরভাগ সময় তিনি তার ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত থাকেন।

 

You cannot copy content of this page