“Me Too বহুদিন ধরে রয়েছে, ঘরের কোণায় কোণায়, এটা বহু পুরনো রোগ”, বাংলা ইন্ডাস্ট্রিতে Me Too নিয়ে বিস্ফোরক গার্গী রায়চৌধুরী

টলিউড জগতের অভিনেত্রী, যিনি কিনা আবার মিতালি দত্ত নামেও পরিচিত। অভিনেত্রীর নাম গার্গী রায়চৌধুরী (Gargi RoyChowdhury)। ২০বছরেরও বেশী সময় ধরে এই অভিনেত্রী তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করেছেন।

অভিনেত্রী গার্গী এতদিন ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকার দরুন কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবনের নানান অভিজ্ঞতার কথা শেয়ার করে নিলেন শহরের এক সংবাদ মাধ্যমের সঙ্গে। অভিনেত্রীর সঙ্গে মূলত সিনেমা নিয়ে আলোচনা করতে গিয়ে নারী-পুরুষের সম্পর্কের সমীকরণের কথা উঠে এল।

Actress

গার্গী এক্ষেত্রে জানান, সমাজ কখনোই হঠাৎ করে বদলায় না। বিশেষত মহিলাদের ক্ষেত্রে পরিবারের এক চেনাশোনা গণ্ডি থেকে বেরিয়ে নানান বাধাকে অতিক্রম করে পৃথিবীর বৃহত্তর গণ্ডিতে গিয়ে কাজ করতে হয়। সমাজের প্রায় প্রতিটা স্তরেই পুরুষ মহিলারা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, তাতে আন্দাজ করা যাবে না শহর কিংবা গ্রামে মহিলাদের সঙ্গে কি হচ্ছে।

পেশাগত জীবনে অভিনেত্রী কখনো ‘মি টু’র মতন পরিস্থিতি কখনো সম্মুখীন করেছেন কিনা জিজ্ঞাসা করাতে তিনি বলেন, “মিটু বহুদিন ধরে রয়েছে, ঘরের কোণায় কোণায়। গ্ল্যামার জগত বলে আলোচনা বেশি হয়”। অভিনেত্রী আরো বলেন, “আমি কখনও সেইভাবে ফেস করিনি। তবে সমস্যা আছে। আমি বিষয়টা অনুভব করতে পেরে এতোটাই স্বাভাবিক করে নিয়েছি, যে সে নিজেই পরে লজ্জিত হয়েছে। অনেকের সঙ্গেই এমন ঘটনা ঘটে। তাঁরা নিজেরা না বললেও অন্যের মুখে শুনেছি। যাঁদের সঙ্গে হয়েছে, তাঁদের যন্ত্রণাটা বুঝতে পারি। একটা কথা বলতে পারি, আমার বন্ধুরা এই রকম খারাপ কাজ করেছে শুনলে আমার খারাপ লাগে”।

এমনকি ইন্ডাস্ট্রির অন্দরমহলের নানান জল্পনা নিয়ে অভিনেত্রীকে জিজ্ঞাসা করাতে তিনি বলেন, “আমি সারপ্রাইজ হই না। তবে সমাজের অনেককে দেখে অবাক হই। যেমন ‘হামি’ ছবিতে লাল্টুর ইংরেজি শুনে অবাক হয়েছিল। সমাজের সকলকে দেখেই অভিনয় শিখি”।

আরও পড়ুনঃ টিআরপি তালিকায় আবারও রদবদল! টানা একাদশবার শীর্ষে ‘পরিণীতা’, শুরুতেই বাজিমাত ‘চিরদিনই তুমি যে আমার’, কামাল করলো পরশুরাম!

ইদানিংকালে অভিনেত্রীকে পর্দায় কেন কম দেখা যাচ্ছে? জিজ্ঞাসা করাতে বলেন, “বছরে দুটো ছবি করি তবে ভাল কন্টেন্টের ছবি করি, আসলে সিনেমা ছাড়াও বহুশকাজের সঙ্গে নিজেকে ব্যস্ত রাখি। আগামীতে নাটক করার পরিকল্পনা করছি”।

কেরিয়ার জীবনে কখনো কোনো সিনেমা করে আফসোস হয়েছে? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, “মহানন্দা ছবি নিয়ে অনেক আশা ছিল, তবে সেই যায় গায় ছবিটা পৌঁছতে পারেনি। আসলে আমি খুব প্রশংসিত হয়েছি, পুরস্কার পেয়েছি, তবে সিনেমাটা সেইভাবে দর্শকদের কাছে পৌঁছয়নি। পরে টিভিতে অনেকে দেখেছেন। আসলে ছবি সেইভাবে দর্শকদের কাছে না পৌঁছলে আমার অভিনয়ও দেখতে পাবে না”।

You cannot copy content of this page