শেষ হরগৌরী, বিষন্নতা কাটাতে রাস্তায় গান ধরলেন শুভস্মিতা ওরফে ‘ঐশানী!’

এই মুহূর্তে, টলিউডের নানান দিকে খুশির হাওয়া বইলেও আবার কিছুটা হলে মুখ ভার রয়েছে। ইতিমধ্যে হরগৌরী পাইস হোটেলের জন্য বেজেছে ছুটির ঘন্টা। এরমধ্যে এই ধারাবাহিকের শেষ পর্বও শুট হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই চিরতরে বিদায় নেবে এই ধারাবাহিক। স্বাভাবিকভাবেই প্রযোজক পরিচালক সহ সকল কলাকুশলীদের চোখের কোনে জমছে জল।

স্টার জলসার এই সিরিয়াল শুরু হওয়ার বেশ কিছুদিনের মধ্যে সকল সিরিয়াল প্রেমীদের মনে জায়গা করে নিতে পেরেছিল। আড়াই বছরেরও বেশি সময় ধরে এই সিরিয়াল চলার দরুন সকলের ঘরের মেয়ে হয়ে উঠেছিল শুভস্মিতা ওরফে ঐশানী। শুভস্মিতার এটা প্রথম ধারাবাহিক হওয়ার জন্য সকলের থেকে অপেক্ষাকৃত একটু বেশি মন খারাপ তাঁর। তাই এই মন খারাপের ওষুধ খুঁজতে তিনি চলে গিয়েছিলেন পার্ক স্ট্রিটে।

কিন্তু সেখানে গিয়ে অভিনেত্রী ঘটান আরেক কান্ড। এই দিন শুভস্মিতা পরপর কয়েকটি ভিডিও আপলোড করে ইনস্টাগ্রামে তার নিজের প্রোফাইল থেকে। এই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি গিটার বাজিয়ে খালি গলায় গান গাইছেন এবং তার সাথে গলা মেলাচ্ছেন স্বয়ং অভিনেত্রী। কিন্তু, কেউ এটা জানতেন কি অভিনয়ের পাশাপাশি তিনি ভীষণ ভালো গানও গান? হ্যা, তিনি গানও গান। প্রসঙ্গত বলা যায় একদিন অভিনেত্রীকে ‘শাহাজাহান রিজেন্সি’র গান গাইতে শোনা গিয়েছিল।

আরও পড়ুনঃ প্রযুক্তির মাধ্যমে ভুল ঢেকে দেওয়া হচ্ছে, এখন জাঁকজমক সর্বস্ব, প্রতিভার কদর কমেছে, রিয়েলিটি শো নিয়ে বিস্ফোরক অন্বেষা

এই দিন অভিনেত্রী ভিডিওটি পোস্ট করে লেখেন, “এখন সবাই জানেন আমাদের হরগৌরী পাইস হোটেলের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। সত্যি এই শূন্যতাটার সঙ্গে মানি নেওয়াটা খুবই কঠিন। গতকাল আমার এক বন্ধু আমায় ওর সঙ্গে পার্ক স্ট্রিট নিয়ে যায়। আর যখন আমরা আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম তখন আমরা গান গাইতে শুরু করি। আর আমরা যখন থামি তখন এই ছেলেটি সেই গানটাই গাইতে শুরু করে। আর কী ভীষণ ভালো গাইল! এভাবেই ওর সঙ্গে আলাপ হল”।