বর্তমানে বাংলা সিরিয়াল (Serial) জগতে একটা জিনিস খুবই সাধারণ, তা হল বিয়ে। অধিকাংশ গল্পই দেখতে পাওয়া যায় একই নায়ক বা নায়িকার বারংবার বিয়ে হচ্ছে। বিয়ে হয়ে যাওয়া মানেই যে তাদের মিলন হওয়া, তা কিন্তু একেবারেই নয়। উপরন্ত সেই মিলনেও থাকে আলাদা যুদ্ধ। এই সময় নজর করলে দেখা যাবে বাংলা সিরিয়ালে লেগেছে মহাপর্বের ধুম। প্রায় অনেকগুলো সিরিয়ালেই চলছে মোর ঘোরানো মহাপর্ব।
টলি ইন্ড্রাস্ট্রির ছোট পর্দার বিভিন্ন সিরিয়ালের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সিরিয়াল ‘রোশনাই’ ইতিমধ্যে নজর কেড়েছে অনেকেরই। এই সিরিয়ালের মুখ্য ভুমিকায় দেখতে পাওয়া যায় শন ব্যানার্জি এবং তিয়াসা লেপচাকে। কিছুদিন আগে এই সিরিয়ালের নায়িকার মুখ পরিবর্তন হওয়ায় অনেক দর্শকই ক্ষুব্ধ হয়েছিলেন। প্রথম থেকেই এই ধারাবাহিকে নায়িকার ভূমিকায় দেখতে পাওয়া গিয়েছিল অনুষ্কা গোস্বামীকে।
এই মুহূর্তে সিরিয়ালে চলছে টানটান উত্তেজনা। বিয়ে হয়ে যাচ্ছে আরণ্যক চ্যাটার্জির। সিরিয়াল কর্তৃপক্ষদের থেকে মুক্তি প্রাপ্ত নতুন প্রমোতে দেখতে পাওয়া যাচ্ছে আরণ্যকের গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। আর এই অনুষ্ঠানে জাহ্নবী রোশনাইকে বলে বাদশার গায়ে হলুদ লাগিয়ে দিতে। শেষে দেখা যাচ্ছে, এই অনুষ্ঠানে রোশনাই নাচতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায় এবং আঘাত পায়।
আরও পড়ুনঃ টিআরপি বাড়বে হুরমুড়িয়ে! সাবিত্রী থেকে চন্দন অপরাজিতা থেকে মালবিকা, লীনার নতুন ধারাবাহিকের কাস্ট দেখলে চমকাবেন আপনিও
সিরিয়ালের প্রোমো দেখে যথারীতিভাবে সমালোচকেরা তাদের মতো করে সমালোচনা করেছেন। প্রমো দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকে মন্তব্য করেছেন। দর্শকেরা বলেছেন, ‘ সবাই রোশনাইকে নিয়ে ভাবছে আর আমি ভাবছি আরণ্যকের কতবার সঙ্গীত আর গায়ে হলুদ হবে’। কেউ কেউ বলেছেন, ‘ছিঃ ছিঃ একটুও নাচতে পারে না এই তিয়াসা। অনুষ্কা থাকলে এইসব পর্বগুলো আরো কত সুন্দর হত। কবে দেখব অনুষ্কাকে?’ এই বলে মন খারাপ প্রকাশ করেছেন এক দর্শক। আবার এও শুনতে পাওয়া গেছে, ‘এটা কোনো নাচ হল? মনে হচ্ছে নড়তেই পারছে না।’ সেই অর্থে দেখতে গেলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিরিয়াল নির্মাতারা।