ন্যাড়া হয়েছে ইয়ালিনী! প্রতিবাদ জানিয়েছেন একরত্তির অনুরাগীরা! ‘যাহ, সব উড়ে গেল’ বোনকে আদুরে উপহাস ছোট্ট দাদা ইউভানের!

রাজ-শুভশ্রী সেলিব্রেটি হিসেবে টলিউড জগতে ঠিক যতটা জনপ্রিয়, তার থেকে কোনো অংশেই কম জনপ্রিয় নয় তাঁদের সন্তানরা। আজকের দিনে, নেট দুনিয়ায় এই দম্পতির সন্তানদের নানা কান্ডকারখানা মাঝে মাঝে ধরা পরে।

প্রসঙ্গত, এই জুটি প্রথমে দু বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং পরবর্তীকালে, তাঁদের প্রথম সন্তান আসে ২০২০ সালে, ছেলে ইউভান। এরপর, তাঁদের কোল আলো করে দ্বিতীয় সন্তান আসে ২০২৩ সালে।

আর, আজ সেই ছোট্টো ইয়ালিনীর আদো আদো কথা শুনে মুগ্ধ রাজ-শুভশ্রীর অনুরাগীরা। তবে, সম্প্রতি পরিচালকের সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ফটো আবার ভাইরাল হয়েছে উঠেছে নেট পাড়ায়। ফটোতে দেখা যাচ্ছে, একরত্তি ইয়ালিনীর মাথায় নেই একটাও চুল, পুরো ন্যাড়া। আর, ছোটো বোনের মাথায় হাত দিয়ে রয়েছে দাদা ইউভান।

ভাই-বোনের এই মিষ্টি ফটো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘যা নেই নেই’। হিন্দু মতে, বাচ্চা জন্মানোর একটা নির্দিষ্ট সময়ের পর বাচ্চাদের ন্যাড়া করানোর নিয়ম রয়েছে। কোনো কোনো বাড়িতে বাচ্চার ৭মাস জন্মের পর আবার কোনো বাড়িতে ১৮মাস অর্থাৎ দেড় বছর বয়সের পর ন্যাড়া করতে হয় বাচ্চাদের। আর, এই নিয়ম মেনেই দেড় বছর বয়সী ছোট্টো ইয়ালিনীকে ন্যাড়া করিয়েছেন রাজপত্নী।

আরও পড়ুনঃ শুভ-আদির মিলনে বাধা দিল মোহনা! অযাচিত ঘটনায় সন্দেহ বাড়াচ্ছে শুভর মনে! তবে কি এবার আসল কালপ্রিটকে ধরতে পারবে শুভলক্ষ্মী?

সোশ্যাল মিডিয়ায় এই ফটো দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন। কেউ বলেছেন, এমনটা চট করে দেখা যায় না যে কাউকে ন্যাড়া মাথাতেও এত মিষ্টি দেখতে পারে। আবার আরেকজন বলেছেন, ‘এটা একদম অন্যায় হয়েছে ঠিক করনি তোমরা, কি সুন্দর চুলগুলো কেটে দিলে তোমরা, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি’।