শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) এবং কাঞ্চন মল্লিক (Kanchan Mullik) টলিউড ইন্ডাস্ট্রি ছাড়াও সোশ্যাল মিডিয়ার অন্যতম চর্চিত জুটি। এই জুটিকে কেন্দ্র করে বিয়ের আগে থেকেই চলছে নানাবিধ চর্চা। এমনকি এই তারকা দম্পতির পোস্ট করা সাধারণ ভিডিও আজ বাংলার মানুষদের কাছে মনোরঞ্জনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই তারকা জুটির সম্পর্ক নিয়ে বহু সমালোচনার ঝড় ওঠার পরেও গত বছর ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ে করার পরে মার্চ মাসে সামাজিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু গত নভেম্বরেই সদ্যোজাত কন্যা সন্তানের জন্ম দেন। এর পর থেকেই আবারও সমালোচনা চলতে থাকে তারকা জুটিকে নিয়ে।
বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সন্তানের জন্ম থেকে শুরু করে তাঁদের মধ্যে কাটানো নানান মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সব কিছু নিয়েই রীতিমতো ট্রোল্ড হতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। তবে, তাঁদের রোজনামচার জীবনে কোনো বাধা তো আসেইনি বরং কিছু দিন আগে ভ্যালেন্টাইন্স উইকে এক ইন্টারভিউ এর মাধ্যমে অভিনেত্রী মোক্ষম জবাব দিলেন সমালোচকদের উদ্দেশ্যে।
এদিন কাঞ্চনপত্নী সকল ট্রেলারদের উদ্দেশ্যে বললেন, “আমাদের পারফরমেন্সটা নিয়ে ভাবো। যারা এত হিংসে করছে তারা যত বলছে তত আমাদের পারফরমেন্স বাড়ছে।’ পাশ থেকে কাঞ্চন বলে ওঠেন, ‘দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি”। খানিকটা মজার ছলেই এই বার্তা সকলের কাছে পৌছে দিলেন অভিনেত্রী।
এরপরেও শ্রীময়ীকে আরও বলতে শোনা গেছে, “বিয়ে করেছি, সন্তানের জন্ম দিয়েছি। ওরা বলছে আমি একটা করে স্টেপ এগোচ্ছি। আবার বলবে এবার মেয়ের বিয়ে দেব। সেরম ভাবে বলতেই থাকুক”। এদিন প্রেমের সাগরে ডুব দিয়ে শ্রীময়ী জানান কাঞ্চনই তাঁকে প্রথম চুমু খাওয়ার প্রশিক্ষণ দিয়েছেন। শ্রীময়ীর কাছে কাঞ্চন হলেন একজন প্যাশনেট কিসার। শ্রীময়ীর কথায়, “কাঞ্চন তো আমাকে গড়েছে। আমি কাঞ্চনের বাধ্য ছাত্রী। এ ব্যাপারে বলো আমি খুব বাধ্য ছাত্রী না?”
আরও পড়ুনঃ সেরা জুটি থেকে প্রিয় নায়ক স্টার জলসা অ্যাওয়ার্ডে রাজত্ব ‘কথা’-র, গীতাকে পিছনে ফেলে দাপট দেখাল অগ্নি-কথা!
গত বছর ‘ভ্যালেন্টাইনস ডে’-তে আইনি মতে তাদের মধ্যে বিবাহ হয়েছিল। তাই, এই বছরেও সেই দিন বিয়ের বর্ষপূর্তির কিছু মুহূর্তর কিছু ফটো ও ভিডিও দেখা গেছে তাদের সোশ্যাল মিডিয়া একাউন্টে। নিকট কিছু আত্মীয় এবং বন্ধু-বান্ধবের সঙ্গে জমজমাটভাবে পালন হল প্রথম বিবাহ বার্ষিকী। এ দিন তারকা জুটির পরনে ছিল লাল রংয়ের গ্রাউন এবং কালো রঙের স্যুট। এমনকি এই দিন বাজি ফাটানো ও শ্রীময়ীকে গোলাপ দিয়ে প্রেম নিবেদন করলেন কাঞ্চন মল্লিক। তারপর, আর কী একেবারে কাঞ্চন শ্রীময়ীর ঠোঁটে ঠোঁট রেখে প্রেমের জোয়ারে ভাসলেন এই তারকা দম্পতি।