গুরুতর অসুস্থ প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জী! কী জানালেন ছেলে প্রসেনজিৎ ?

কথায় আছে, ‘যা রটে তা কিছুটা হলেও বটে’ এই কথা অধিকাংশ সময় সত্য হলেও অনেক সময় ভুল প্রমাণিতও হয়। বিশেষত, সমাজের বিশিষ্ট ব্যক্তির নাম জড়িয়ে নানাবিধ খবর আকচার ছড়িয়ে পরে চারিদিকে। বর্তমানে, এমনই এক ভুয়ো খবর অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জীর (Biswajit Chaterjee) নামে সমাজের চারিদিকে ছড়িয়ে পড়েছে।

কিংবদন্তি অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জী নাকি গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এমনকি, কোনো জায়গায় তিনি মারাও গেছে এটা পর্যন্তও শোনা গেছে। বিশ্বজিৎ পুত্র প্রসেনজিৎ চ্যাটার্জীর এই খবর কানে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি লেখেন, “একটা খবর ভুল ছড়িয়েছে সকাল থেকে…বর্তমানে মুম্বইয়ের বাড়িতে আমার বাপি সুস্থ আছে এবং ভালো আছে ..ভগবান এবং আপনাদের আশীর্বাদে”।

স্বর্ণযুগের সেই অভিনেতা বর্তমানে মুম্বাই নগরীতে বাস করেন। তবে, প্রয়োজন পড়লে কলকাতায় আনাগোনা লেগেই থাকে। প্রসেনজিতের এই পোস্ট থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলে বহু বিশ্বজিৎ অনুরাগীরা। অভিনেতার সুস্থ কামনায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। কেউ লিখেছেন, ‘উনি সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই প্রার্থনা করি’। আরেকজন বলেছেন, উনি একজন কিংবদন্তী ওনার দীর্ঘায়ু কামনা করি’। অন্য আরেকজন বলেছেন, ‘ঈশ্বর ওনাকে সুস্থ রাখুন, উনি ভালো থাকুন’।

বিশ্বজিৎ বাবু ১৯৬০ সালে ‘মায়ামৃগ’ সিনেমার হাত ধরে বিনোদন জগতে পা রাখেন। প্রাথমিক জীবনে অভিনেতা বাংলার সিমে জগতে কাজ করলেও পরবর্তীকালে চুটিয়ে হিন্দি সিনেমাতে কাজ করে গেছেন। এক কথায় বলে যেতে পারে, মহানায়ক উত্তম কুমারের পরবর্তী সময়ের জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম ছিলেন বিশ্বজিৎ চ্যাটার্জী।

উত্তম কুমার অভিনীত ‘মায়ামৃগ’ সিনেমার হাত ধরে কাজ শুরু করলেও পরবর্তীকালে বিশ্বজিৎকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে গেছেন বাংলার দর্শকদের। সকল বাংলা সিনেমার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য সিনেমা হল ‘বাবা তারকনাথ’।

আরও পড়ুনঃ “অফ সোল্ডার গাউনে যেন নীল পরী…কথাকে প্রশংসায় ভরালেন এভি, পরিবার অ্যাওয়ার্ডস-এ উষ্ণতা ছড়ালেন দু’জনেই!

অভিনেতার কয়েকটি বাংলা সিনেমার নাম হল- ‘দুই ভাই’, ‘দাদা ঠাকুর’, ‘দুঃখিত ম্যাডাম’, ‘নব দিগন্ত’ এবং আরো অনেক। প্রসঙ্গত বাংলা সিনেমার থেকে অভিনেতাকে অপেক্ষাকৃত হিন্দি সিনেমাতে বেশি অভিনয় করতে দেখা গেছে। অন্যদিকে আবার অভিনেতার কয়েকটি উল্লেখযোগ্য হিন্দি সিনেমা হল- ‘মেরে সানাম’, ‘বিন বাদাল বারসাত’, ‘পেয়ার কা স্বপ্না’, ‘ফির কব মিলোগি’, ‘বিশ সাল বাদ’, ‘মজবুর’ এবং অনান্য।

You cannot copy content of this page