দুর্দান্ত সাফল্য খাদানের! পেরোলো ২০ কোটি গন্ডী, “পরের বারে ২০-র পাশে আরও একটা শূন্য চাই” দেবের সাফল্যে উচ্ছ্বসিত রুক্মিণী

‘যা, যা বলে দে। তোর বাপ্ এসেছে’ গত বছরের দেবের এই খাদানের ফেমাস ডায়লগ এখন বাংলার দর্শকদের মুখে মুখে। ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘খাদান’ (Khadaan) প্রযোজক সহ কলাকুশলীদের প্রত্যাশাকে ছুঁতে পেরেছে এই সিনেমার সাফল্য। বর্তমানে, এই ছবি এখনও শহরের বেশ কয়েকটি সিনেমা (Cinema) হলে চলছে রমরমিয়ে।

এই সিনেমার মুখ্য ভূমিকায় দেব এবং যীশু থাকা সত্ত্বেও আলাদাভাবে নজর কেড়েছে সকলের প্রিয় কিশোরী অর্থাৎ ইধিকা পাল। শোনা গেছে, এই সিনেমার বক্স অফিসে এতটাই ভালো ফলাফল করেছে যে রাত ২টোর সময়ের শো’ও হয়েছে হাউসফুল। সম্ভাব্য এই প্রথম দেব-যীশু অভিনীত কোনো বাংলা কমার্শিয়াল সিনেমা দেশের গণ্ডি পেরিয়ে পা রেখেছে বিদেশের মাটিতে।

সম্প্রতি, দেব এবং খাদানের টিম সিনেমার সফলতাকে প্রবাসী বাঙালিদের সঙ্গে ভাগ করে নিতে গিয়েছিল সুদূর দুবাইয়ে। সেখানে গিয়েও তাঁরা প্রেক্ষাগৃহ হাউসফুল দেখে চোখ স্বার্থক করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে খাদান পার করেছে ৫০তম দিন। হাফ সেঞ্চুরিতে ২০ কোটির মুখ দেখল টিম খাদান।

আরও পড়ুনঃ ‘সিনেমা, সিরিজে নেই তাই সিরিয়ালে ফিরছি’, ধারাবাহিকের পর্দায় ফেরা নিয়ে মন্তব্য জনপ্রিয় টেলি অভিনেত্রীর

খাদানের সাফল্য আকাশচুম্বী হওয়ায় সাকসেস পার্টি হবে না এটা হতেই পারে না। আর দেবের সিনেমা সাকসেস পার্টি মানেই রুক্মিণী থাকবে না তাই কখনো হয়। তারকাখচিত এই পার্টিতে খাদান টিমের কলাকুশলীদের দেখা গেলেও যীশুকে দেখা যায়নি। সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেল গানের তালে তালে নাচছে দেব-রুক্মিণী। রুক্মিণীকে বলতে দেখা গেল, “পরের বারে ২০-র পাশে আরও একটা শূন্য চাই” অর্থাৎ ২০ কোটির জায়গায় ২০০ কোটির ঘরে সফলতা পৌছাবে সিনেমা এমনটাই আশা করেন তিনি।