মদ্যপ পরিচালকের জন্য প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষ! নামী পরিচালকের ভাগ্নির সঙ্গে সম্পর্কে রয়েছেন ভিক্টো! কে সেই নামী ব্যাক্তি জানেন?

টলিউড (Tollywood) জগতের ফের দুঃসংবাদ! তবে, এই খারাপ খবরের সাক্ষী ছিল কলকাতার আমজনতা। এমনকি এই ঘটনার জেরে প্রাণহানী হয়েছে একজন সাধারণ মানুষের। ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে স্টুডিও পাড়ার সকল অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে ছড়িয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে গত রবিবার। এদিন সকাল বেলায় মদ্যপ অবস্থায় টলিউডের ছোটো পর্দার পরিচালক গাড়ি চালিয়ে ভিড় বাজারে ঢুকে রাতারাতি ৬ জনকে পিষে দিয়েছে। এছাড়াও, এই ঘটনার জেরেই মৃত্যু হয়েছে একজন ব্যক্তির এবং বাকিরা রয়েছেন চিকিৎসাধীন।

এমন সাংঘাতিক ঘটনায় অভিযুক্তকারীর নাম পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস। এই ঘটনার পরেই গ্রেফতার করা হয় পরিচালককে। আপাতত বাংলার বিনোদন জগতের চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে সিদ্ধান্ত।

প্রসঙ্গত, পরিচালক বর্তমানে সান বাংলার ‘ভিডিও বৌমা’ ধারাবাহিকের পরিচালনার দায়িত্বে রয়েছেন। তবে, সিদ্ধান্তর এই সাংঘাতিক কাণ্ডের জন্য কোনো সহকর্মীরাই আজ তাকে সমর্থন করছেন না। শোনা যাচ্ছে, পরিচালকের চলতি ধারাবাহিক দর্শকদের কাছে সাফল্য পাওয়ার জন্যই কলাকুশলী এবং প্রযোজকদের নিয়ে আনন্দ-উল্লাসে মেতে ছিলেন ভিক্টো।

আনন্দের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে পার্টির সময় শনিবার সন্ধ্যে গড়িয়ে রবিবার সকাল পর্যন্ত পৌঁছায়। তবে কে এই ভিক্টো? খোঁজ নিয়ে জানা গেছে, বাংলা ধারাবাহিকের বহু নায়িকা কিংবা অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন ভিক্টো। তবে, গত তিন বছর এক নারীর সঙ্গেই উদযাপন করেছে প্রায় প্রতিটা উৎসব।

এক সময় স্টার জলসার ‘গোধূলি আলাপ’ সিরিয়ালের দায়িত্বেও ছিলেন সিদ্ধান্ত। তবে এখন পরিচালক যে নারীর সঙ্গে রয়েছেন তিনি টলিউডের অন্যতম পরিচিত মুখ বলেই শোনা যাচ্ছে।

যদিও সিদ্ধান্তকে নিয়ে টলি জগতের একাধিক নায়িকাদের মধ্যে চাপা অসন্তোষ রয়েছে। সে নাকি অনেকদিন ধরেই মাদকাসক্ত। পরিচালকের মধ্যে এত কিছু নেতিবাচক বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও ভালো কাজের জন্য স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত থেকে পেয়েছেন ‘শ্রেষ্ঠ পরিচালক’ অ্যাওয়ার্ডও।

আরও পড়ুনঃ “সত্যি কথা একদিন বেরোতেই হয়!”—ঠাকুরপুকুর দুর্ঘটনায় অভিযুক্ত পরিচালক ভিক্টো, প্রাক্তনের কীর্তিতে বিস্ফোরক পোস্ট অনিন্দিতার!

কিন্তু এদিকে আবার, অনেকেই এই বিষয়কে তুলনা করছে টলিউডের সঙ্গে বলিউডের। অর্থাৎ, সাধারণ মানুষেরা সলমান খানের ঘটনার সঙ্গে হুবহু মিল পাচ্ছেন ভিক্টোর সঙ্গে। তবে, ভাইজানের সেভাবে কোনো শাস্তিই হয়নি। তবে, কি ভিক্টোও ছাড় পাবে সলমানের মতো নাকি অপেক্ষা করছে তার জন্য কোনো কঠিন শাস্তি?

You cannot copy content of this page