অরিজিৎ সিং, ভারতের সঙ্গীত জগতে এক অত্যন্ত পরিচিত মুখ। কিন্তু, বিনোদন দুনিয়ায় এমনও কিছু শিল্পীরা রয়েছে যাঁরা এক সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল কিন্তু এখন সেই অর্থে তাঁদের আর দেখা পাওয়া যায় না। তাঁদের মধ্যে একজন হলেন সঙ্গীত শিল্পী রূপরেখা ব্যানার্জী।
রূপরেখা হলেন অরিজিৎয়ের সমসাময়িক শিল্পী। সেই সময়ের ফেম গুরুকুল নামের এই রিয়্যালিটি শোয়ের বিজেতা এই শিল্পী। কিন্তু, বর্তমানে তাঁর জীবনে তৈরী হয়েছে এক আলাদা দুনিয়া। রূপরেখার নাকি অরিজিৎয়ের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে। আর, এই সবটা নিয়ে খোলামেলা আড্ডায় রূপরেখা ব্যানার্জী।
সাক্ষাৎকারের শুরুতে গায়িকা জানান, আগামী দিনে টি-সিরিজের হাত ধরে তাঁর গান প্রকাশ পেতে চলেছে।এরপর, সাক্ষাৎকারী তাঁকে বি-টাউনে কাজ করা নিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘বোম্বেতে পলিটিক্স মারাত্মক’ তাই তাঁর সেখানে স্ট্রাগল করার পরেও এই অর্থে নিজের জায়গা করে উঠতে পারেন নি। কথায় কথায় জানান, সেইসময় ফেম গুরুকুলের জয়ী হয়ে মুম্বাই শহরে বানিয়ে ছিলেন গাড়ি থেকে বাড়ি, সবকিছুই হয়েছিল এক লহমায়।
এত কিছু হওয়া সত্ত্বেও কোনদিনই লাইমলাইটে আসেননি রূপরেখা। পরিশ্রমের কথা উঠতেই গায়িকা জানান, অরিজিৎ মাঝপথে ফেম গুরুকুল থেকে বেরিয়ে গিয়েও অনেক এমন সুরকারদের সঙ্গে দিন রাত এক করে কাজ করেছেন যেটা তাঁর সাফল্যের চাবিকাঠি হয়ে উঠেছিল। কিন্তু, একটা মেয়ে হয়ে রূপরেখা সেই পরিমাণ স্ট্রাগল করতে পারেননি।
আরও পড়ুনঃ ‘ইন্ডিয়ান আইডল ১২’-এর বিজেতা পবনদীপ রাজন গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে! শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উদ্বিগ্ন ভক্তরা! কি ঘটেছে তাঁর সঙ্গে?
মুম্বাই শহরে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারেননি ঠিকই কিন্তু কলকাতা শহরেও কেন সেই ভাবে তাকে প্রতিষ্ঠিত হতে দেখা যায়নি? এই প্রশ্নের উত্তরে গায়িকা বললেন, কাজ কলকাতায় দীর্ঘদিন ধরে কাজ করতে করতে একসময় বোঝেন এখানেও লবি আছে। একসময় রটেছিল অরিজিৎ সিং এর প্রথম স্ত্রী নাকি রুপরেখা? এই প্রশ্নের উত্তরে গায়িকা বলেন, তিনি প্রথম যখন এই খবরটা শোনেন নিজেই চমকে উঠেছিল কিন্তু পরবর্তীকালে একটি ভিডিওর মাধ্যমে সমস্ত ঘটনাটাই দর্শকদের জানান।