ধারেকাছে নেই কোনো বলিউড ছবি! টানা ২৫ দিন ধরে সুপারহিট পুষ্পার সঙ্গে বক্সঅফিসে হাউসফুল যাচ্ছে টলিউড সুপারস্টার দেবের টনিক

২০২১ সালের ক্রিসমাসে মুক্তি পেয়েছিল টলি নায়ক দেব এবং অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘টনিক’। সেই একই সময়ে মুক্তি পেয়েছিল দক্ষিণী সিনেমা পুষ্পা যা এই মুহূর্তে অন্যতম হিট মুভি। তবে দক্ষিণের সঙ্গে জোর টক্কর দিয়েছে বাংলা। আর তাই পরপর ২৫ দিন ধরে সুপারহিট হয়েছে দেবের টনিক।

বিগত বেশ কয়েক বছর ধরেই কমার্শিয়াল সিনেমা থেকে সরে গিয়ে একটু অন্যরকম বিষয় ভিত্তিক সিনেমা করতে দেখা যাচ্ছে টলিউড সুপারস্টার দেবকে। বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ‘টনিক’ সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছেন তিনি। বলা যায়, সিনেমাটির ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই অন্যরকম গল্পের জন্য দর্শকদের মধ্যে ‘টনিক’ নিয়ে চরম আগ্রহ তৈরি হয়েছিল।

এরপর তা রিলিজ হতেই কয়েকদিনের মধ্যেই সাফল্য এনে দেয়। এবার তার জন্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দর্শক এবং নিজের অনুরাগীদের ধন্যবাদ জানালেন দেব। বহুদিন সিনেমাহল বন্ধ থাকার পর টনিক রিলিজ হতেই দর্শক যেভাবে সিনেমাহলমুখী হয়েছেন, তাতে বাংলা সিনেমার ব্যবসায় এসেছে লক্ষ্মী, এমনটা বলা যেতেই পারে।

You cannot copy content of this page