বিনোদন জগতের তারকাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হওয়াটা নতুন কিছু নয়। পর্দায় যাঁদের রসায়ন দর্শকদের মন ছুঁয়ে যায়, অনেক সময় সেই সম্পর্ক বাস্তব জীবনেও গড়ে ওঠে—এমন নজির আগেও বহুবার দেখা গিয়েছে। কখন অভিনয়ের খাতিরে তৈরি হওয়া অনুভূতি বাস্তবে রূপ নেয়, আর কখন তা শুধুই পর্দাতেই সীমাবদ্ধ থাকে—এই নিয়েই দর্শকদের কৌতূহল বরাবরই তুঙ্গে। বিশেষ করে ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিকের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা সব সময়ই আলাদা আগ্রহ তৈরি করে।
বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুস্মিত মুখার্জী এবং উষসী রায়। পর্দায় তাঁদের দু’জনের রসায়ন দর্শকদের নজর কেড়েছে শুরু থেকেই। গল্পের প্রয়োজনে একসঙ্গে বহু দৃশ্যে দেখা যায় এই জুটিকে, আর সেই অভিনয়ই ক্রমশ দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ধারাবাহিকের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে চর্চাও বেড়েছে।
টলিপাড়ায় অবশ্য এই দুই তারকাকে ঘিরে গুঞ্জন নতুন নয়। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, পর্দার বাইরেও নাকি তাঁদের সম্পর্ক বিশেষ বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। একসঙ্গে অনুষ্ঠান বা আড্ডায় দেখা যাওয়া, সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট—এই সবকিছু মিলিয়ে কানাঘুষো ক্রমশ জোরদার হয়েছিল। যদিও সেই গুঞ্জনের কোনও স্পষ্ট প্রমাণ সামনে আসেনি।
তবে আগাগোড়াই এই বিষয়ে মুখ খুলতে চাননি সুস্মিত কিংবা উষসী—দু’জনেই। বারবার প্রশ্ন উঠলেও, তাঁরা স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের। কাজের সূত্রেই একসঙ্গে সময় কাটানো, ভালো বোঝাপড়া—এইটুকুতেই নিজেদের সম্পর্ককে সীমাবদ্ধ রেখেছেন বলে দাবি করেছেন তাঁরা।
আরও পড়ুনঃ ‘দিদির হাত ধরে এগিয়ে যাবো, ভুল পথে গিয়েছিলাম!’ তৃণমূলে ফিরেই স্বীকারোক্তি পার্নোর! কাজ পেতেই কী তবে শাসক দলে নায়িকা? উঠছে প্রশ্ন
কিন্তু সেই আগ্রহ আবার নতুন করে উসকে দিয়েছে গতকালের ক্রিসমাস পার্টি। সেখানে ফের একসঙ্গে দেখা গিয়েছে সুস্মিত ও উষসীকে। হাসি-আড্ডা, স্বচ্ছন্দ মুহূর্ত—সব মিলিয়ে সেই উপস্থিতি আবারও দর্শকদের মনে প্রশ্ন তুলেছে। তবে সত্যিই কি গুঞ্জন সত্যি, নাকি সবটাই বন্ধুত্ব—তার উত্তর আপাতত সময়ই দেবে।






