“বিয়ে করতে গেলে অনেক খরচ হয় বরং সেই টাকায় ….” — বিয়ে ছাড়াই বাচ্চা চান অভিনেত্রী উষসী রায়? কী থেকে হঠাৎ বিয়ে না করার ভাবনা অভিনেত্রীর?

টলিউডের ছোট পর্দার দর্শকদের কাছে পরিচিত এক মুখ উষসী রায়। ধারাবাহিকের পর ধারাবাহিক, ওয়েব সিরিজ থেকে বিশেষ চরিত্র—বছরের পর বছর ধরে নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। ক্যামেরার সামনে তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি আর স্বাভাবিক অভিনয় দর্শকের সঙ্গে সহজেই সংযোগ তৈরি করে। তাই ছোট পর্দার পাশাপাশি ডিজিটাল দুনিয়াতেও তাঁর আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

অভিনয়ের জগতে উষসীর পথচলা শুরু আজ থেকে প্রায় এক দশক আগে। এই দীর্ঘ সময়ে তিনি কখনও পারিবারিক ধারাবাহিক, কখনও আধুনিক কনসেপ্টের গল্পে নিজেকে মানিয়ে নিয়েছেন। চরিত্র বেছে নেওয়ার ক্ষেত্রেও বরাবরই সচেতন তিনি। শুধুমাত্র গ্ল্যামার নয়, গল্প আর চরিত্রের গভীরতাকেই বেশি গুরুত্ব দেন উষসী—এমনটাই মনে করেন ইন্ডাস্ট্রির অনেকেই।

বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-এ নায়িকা চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। এই ধারাবাহিকের হাত ধরেই আবারও দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন উষসী। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও তিনি নিজের স্বাভাবিক, প্রাণবন্ত ব্যক্তিত্ব বজায় রাখতে ভালোবাসেন, যা সহকর্মীদের কাছেও তাঁকে আলাদা করে তোলে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি খুব সহজ ভাষায় নিজের ভাবনার কথা জানান। উষসীর মতে, বিয়ে করতে গেলে অনেক খরচ হয়। সেই টাকা যদি তাঁর হাতে থাকে, তবে তিনি বিয়ে না করে ঘুরতেই বেশি পছন্দ করবেন। ভ্রমণপ্রিয় উষসীর বিশেষ দুর্বলতা পাহাড়—সুযোগ পেলেই পাহাড়ে হারিয়ে যেতে চান তিনি।

আরও পড়ুনঃ “ছেঁড়া জামাতেই তুমি স্পেশাল থাকো, জামা স্পেশাল হওয়ার দরকার নেই…তোমাকে নিজের কাছে স্পেশাল হয়ে উঠতে হবে!”- অকপট কনীনিকা ব্যানার্জি! গ্ল্যামার আর লাইক-সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে কি বার্তা দিলেন অভিনেত্রী?

একই সাক্ষাৎকারে বাচ্চাদের নিয়ে নিজের অনুভূতির কথাও বলেন অভিনেত্রী। তিনি জানান, বাচ্চাদের তিনি ভীষণ ভালোবাসেন। শুটিং সেটে যেসব বাচ্চারা আসে, তাদের সঙ্গেই অনেকটা সময় কেটে যায় তাঁর। এমনকি উষসীর দাবি, একটি বাচ্চাকে নিয়ে তিনি সারাদিন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। কাজের পাশাপাশি জীবনের ছোট ছোট আনন্দেই যে তিনি বিশ্বাসী, সেই কথাই যেন আবারও স্পষ্ট করে দিলেন উষসী রায়।

You cannot copy content of this page