“আগে শুধু অভিনয় জানলেই হতো, এখন দরকার আরও কিছু, আমি নাকি পারবো না অভিনয় করতে আর, তাই ডাক পাইনা!”— ইন্ডাস্ট্রির নতুন চাহিদায় নিয়ে বি’স্ফো’রক প্রবীণ অভিনেত্রী অলকানন্দা রায়!

এই প্রবীণ অভিনেত্রীর নাম দীর্ঘদিন ধরেই বাংলা বিনোদন জগতে সুপরিচিত। বলতে গেলে শুরুর দিন থেকেই তিনি অভিনয় করছেন ছোট পর্দায়। কথা হচ্ছে অভিনেত্রী ‘অলকানন্দা রায়’ (Alokananda Roy) কে নিয়ে। সিনেমা থেকে টেলিভিশন, সব জায়গাতেই তিনি নিজের প্রতিভার ছাপ রেখেছেন। বিশেষ করে ছোটপর্দায় তাঁকে দেখা যায় প্রায়শই পরিবারের প্রবীণ সদস্যা, যেমন— ঠাকুমা, পিসিমা, বা দিদিমা চরিত্রে। তবে শুধু চরিত্রে নয়, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত ইন্ডাস্ট্রির ধারা নিয়েও তাঁর চিন্তা কম নয়। এবার সেই ভাবনাই ভাগ করে নিয়েছেন সম্প্রতি এক খোলামেলা আলোচনায়।

এদিন এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট ভাষায় বলেন, এই প্রজন্মের ব্যস্ততা এবং পারস্পরিক দূরত্ব তাঁকে আঘাত করে। তাঁর মতে, স্মার্টফোনের যুগে মানুষের মধ্যে আন্তরিক যোগাযোগ প্রায় হারিয়ে গেছে। একে অপরের সঙ্গে খোলাখুলি কথা বলার অভ্যেস কমে গিয়েছে, যা তাঁকে সত্যিই সবসময় ভাবিয়ে তোলে। ব্যক্তিগত মতামত জানিয়ে তিনি বলেন, “এমন পরিবেশ আমার একেবারেই পছন্দ নয়।”

Actress's disappointment

অভিনয়ের প্রসঙ্গ উঠতেই তিনি জানান, “আগে কেবল অভিনয়ের দক্ষতাই ছিল আসল। নাচ বা গানের মত এক্সট্রা ট্যালেন্ট না থাকলেও ভালো চরিত্রে সুযোগ পাওয়া যেত। কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলে গিয়েছে। ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে শুধু অভিনয় নয়, সঙ্গে থাকতে হয় নানা দিক সামলানোর ক্ষমতা।” একাধিক ট্যালেন্ট ছাড়া নিজেকে প্রমাণ করা কঠিন হয়ে পড়েছে বলেই মনে করেন তিনি।

পারিশ্রমিক নিয়ে অভিনেত্রীর মন্তব্য আরও স্পষ্ট ও দৃঢ়। তিনি জানান, বহু বছর ধরে নিজের পরিশ্রম ও নিষ্ঠা দিয়ে কাজ করেছেন। তাই আজ যখন তিনি পারিশ্রমিকের দাবি তোলেন, সেটা একেবারেই স্বাভাবিক। তাঁর কথায়, “এটা আবার আলাদা করে বলতে হবে কেন আজ?” এদিন তাঁর প্রতিটি বক্তব্যেই যেন ধরা পড়েছে একজন প্রবীণ শিল্পীর আত্মবিশ্বাস ও অভিমান।

আরও পড়ুনঃ ঠাকুরপুকুর কাণ্ডে সজ্ঞানে খুনের অভিযোগ ভিক্টোর বিরুদ্ধে! লালবাজারের জমা পড়ল চার্জশিট! ‘গাড়ি থামাতে বলেছিলাম, ভিক্টো গতি বাড়িয়ে দেয়’ বান্ধবী ঋ এবং প্রযোজক শ্রিয়ার বয়ানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য!

সবশেষে অভিনেত্রী বলেন, একবার তাঁকে একজন বলেছিলেন, তিনি আর অভিনয় করতে পারবেন না, কারণ মেকআপ রুমের পরিবেশ বদলে গিয়েছে। এই মন্তব্যের পেছনে যে সময়ের পরিবর্তনের চাপ ও মনোভাবের ইঙ্গিত রয়েছে, তা স্পষ্ট। তবুও সবকিছুর মাঝেও অলকানন্দা জানান, তিনি এখনও অভিনয়কে আগের মতোই ভালোবাসেন এবং ভালোবাসবেন। এই ভালোবাসাই তাঁকে টেনে নিয়ে চলেছে আজও।

You cannot copy content of this page