“সন্ধ্যা রায়ের ঈর্ষার শিকার হয়েছি, আমার হাড়গোড় ভেঙে দিয়েছিলেন যাতে নায়িকা না হতে পারি!” সন্ধ্যা রায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি অনামিকার সাহার

টলিউডের স্বনামধন্য অভিনেত্রী সন্ধ্যা রায় (Sandhya Roy) দীর্ঘ কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্রে নিজের অসাধারণ অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। নায়িকা হিসেবে যেমন তিনি জনপ্রিয় ছিলেন, তেমনই পার্শ্বচরিত্রেও তিনি বারবার নিজের ছাপ রেখেছেন। তবে সম্প্রতি তাঁকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা (Anamika Saha) এক সাক্ষাৎকারে দাবি করেছেন, সন্ধ্যা রায়ের কারণেই তিনি নায়িকা হতে পারেননি।

তাঁর অভিযোগ, সন্ধ্যা রায় নাকি সবসময় ঈর্ষার চোখে দেখতেন তাঁকে এবং ইচ্ছাকৃতভাবে তাঁর কেরিয়ার বাধাগ্রস্ত করেছেন। অনামিকা সাহার দাবি, তাঁর অনেক সিনেমায় মূল নায়িকা হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সন্ধ্যা রায় সেই চরিত্র ছিনিয়ে নিতেন। শুধু তাই নয়, সিনেমার সেটেও নাকি তাঁকে বিভিন্নভাবে হেনস্থা করা হত। একবার এক ছবির শুটিংয়ে, যেখানে চিত্রনাট্য অনুযায়ী সন্ধ্যা রায়কে তাঁকে শুধু মাত্র একটি চড় মারতে এবং চুলের মুঠি ধরে টানতে বলা হয়েছিল।

সেখানে সন্ধ্যা রায় নাকি নিজের ইচ্ছায় দৃশ্যটি আরও আক্রমণাত্মক করে দেন। অনামিকার অভিযোগ, সন্ধ্যা রায় তাঁর মাথা বাঁশের গায়ে সজোরে ঠুকতে থাকেন, যতক্ষণ না তাঁর মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে। এখানেই শেষ নয়, অনামিকা সাহা আরও অভিযোগ করেছেন যে সন্ধ্যা রায় তাঁকে একাধিকবার শারীরিকভাবে আঘাত করেছেন, এমনকি তাঁর হাড়গোড় ভেঙে দেওয়ার মতো মারধর করেছেন, যাতে তিনি আর অভিনয় চালিয়ে যেতে না পারেন।

তাঁর কথায়, তিনি সিনেমায় সাধারণত সাহসী চরিত্রে অভিনয় করতেন, যেখানে তাঁর পোশাক ছিল বেশ খোলামেলা। পরিচালকরা তাঁকে অন্তর্বাস পরতে নিষেধ করতেন, যাতে চরিত্রটি আরও বাস্তবসম্মত হয়। কিন্তু সন্ধ্যা রায় এই বিষয়ে আপত্তি তুলতেন এবং সেটে নানা কটূক্তি করতেন, যা তাঁকে অপমানিত করত। এমনকি একবার পুরুলিয়ায় শুটিং চলাকালীন একই কটেজে উঠেছিলেন সব অভিনেতা-অভিনেত্রীরা, সবাই একসাথে সেখানে গল্প আড্ডা দিলেও সন্ধ্যা রায় অনামিকার জন্য একাচোরাই থাকতেন।

সেই সময় সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) অনামিকা সাহার অভিনয় দেখে প্রশংসা করেন এবং মজা করে সন্ধ্যা রায়কে বলেন, “অনামিকার লুকস আর ট্যালেন্ট যা দেখছি, তোমার জায়গা নিতে বেশি সময় লাগবে না।” এরপর থেকেই নাকি সন্ধ্যা রায়ের পক্ষ থেকে তাঁর প্রতি আচরণ আরও খারাপ হয়ে যায় এবং তিনি নানা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। তবে অনামিকা সাহার এই সমস্ত অভিযোগ দর্শকেরা মোটেও ভালোভাবে নেননি। সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনরা তাঁর বিরোধিতা করতে শুরু করেন।

আরও পড়ুনঃ সমাজে ভালো মানুষের সংখ্যা দিন দিন কমছে! আমি গর্ব করে বলতে পারি আমার ছেলেকে একজন ভালো মানুষ তৈরি করতে পেরেছি! নিজের মাতৃত্ব নিয়ে অকপট অভিনেত্রী পায়েল দে

অনেকের মতে, সন্ধ্যা রায়ের সৌন্দর্য ও অভিনয় দক্ষতা অনামিকার তুলনায় অনেক ভালো ছিল বলেই তিনি সফল হয়েছেন, এর সঙ্গে কারও ষড়যন্ত্রের কোনো সম্পর্ক নেই। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, “আপনার যদি নায়িকা হওয়ার ভাগ্য থাকত, তাহলে কেউ আপনাকে মারধর করেই সেটা আটকাতে পারত না।” আবার অনেকে বলেছেন, “আপনার পার্শ্বচরিত্রের অভিনয়ই দারুণ লাগে, তার জন্য এভাবে বিতর্ক তৈরি করার কোনো প্রয়োজন নেই।” সামগ্রিকভাবে, সন্ধ্যা রায়কে ঘিরে এই নতুন বিতর্কে টলিউডের অন্দরমহলে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

You cannot copy content of this page