বর্ষীয়ান পরিচালক ‘প্রভাত রায়’ (Prabhat Roy) এর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নাম তিনি, তাঁর এই অসুস্থতার খবরে ভেঙে পড়েছেন সহকর্মী, শিল্পী মহল ও অসংখ্য অনুরাগী। সমাজ মাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা জানাচ্ছেন অনেকেই। এই সময়ে পরিবার এবং চিকিৎসকেরা যা করণীয় সবই করছেন। বাংলার সিনে প্রেমীদের প্রার্থনা এখন একটাই, প্রিয় পরিচালকের দ্রুত আরোগ্য। কিন্তু কি হয়েছে তাঁর?
দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। নিয়মিত ডায়ালিসিস চলছিল, মাঝে কিছুটা স্থিতিশীল অবস্থায় বাড়িও ফিরেছিলেন। তবে সম্প্রতি ফের শারীরিক অবনতি হওয়ায় তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আরও জটিল হয়েছে। এই কঠিন সময়ে বাবার সঙ্গ এক মুহূর্তের জন্যও ছাড়ছেন না তাঁর মেয়ে একতা ভট্টাচার্য।
জানা গিয়েছে কিছুদিনের জন্য হায়দরাবাদে গিয়েছিলেন তিনি, স্বামীর কর্মস্থলের কারণে। তবে মেয়ের যাওয়ার বিষয়েও সিদ্ধান্ত ছিল বাবারই, বলেই জানিয়েছেন একতা। বাবার নির্দেশেই কিছুদিনের জন্য শহর ছেড়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ এক রাতে ভিডিয়ো কলে বাবার চোখের নিচে অস্বাভাবিক ফোলাভাব দেখে চমকে উঠেছিলেন তিনি। অবস্থা বুঝে সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন একতা।
রক্তচাপও স্বাভাবিকের থেকে বেশি ছিল তখন বাবার। পরিস্থিতি বুঝে আর ঝুঁকি না নিয়ে দ্রুত হাসপাতালেই নিয়ে যাওয়া হয় পরিচালককে। চিকিৎসকদের তৎপরতায় সেই রাতেই তাঁর একটি জটিল অস্ত্রোপচার হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সংক্রমণ হয়েছিল ‘পামক্যাথে’ (Palmcathe) নামক এক গুরুত্বপূর্ণ অংশে। অস্ত্রোপচার সফল হলেও এখনই নিশ্চিন্ত হওয়ার কারণ নেই।
আরও পড়ুনঃ একসাথে গরিমা-রোশনাইকে নাচিয়ে চলেছে আরণ্যক! আরণ্যকের দ্বিচারিতায় ফুঁসছে দর্শক! সবাই বলছেন বাংলা ধারাবাহিকের সবচেয়ে ‘টক্সিক হিরো’ এখন আরণ্যক!
বর্তমানে প্রভাত রায়ের অবস্থা আগের তুলনায় খানিকটা উন্নতির দিকে। তবে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে চিকিৎসক সূত্রে খবর। হাসপাতাল সূত্রেও জানা গিয়েছে, সংক্রমণ প্রতিরোধ করাই এখন তাঁদের প্রধান লক্ষ্য। প্রয়োজনে আরও চিকিৎসা পদ্ধতির দিকে এগোনো হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করি আমরাও!
ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে মত্ত কাঞ্চন-শ্রীময়ী! নেটপাড়া বলছে ভালবাসার নামে প্রদর্শনী! ‘ভগবান কাউকে ছাড়েন না, নিজেরও মেয়ে আছে সংসার ভাঙার ফল পাবেই!’— কটাক্ষের শিকার কাঞ্চনপত্নী!