ফাংশানে ২ ঘন্টা দেরীতে আসল মোনালি ঠাকুর! মারতে গেল জনতা! তারপর?

শীতকাল মানেই উৎসব। আর তারকাদের হাতে একাধিক অনুষ্ঠানের চাপ। শুধু তাই কী তাই? আয়োজকরা বেশ মোটা অঙ্কের টাকা দিয়ে, অনেক মাস আগে থেকেই বুকিং সেরে রাখেন। আর তারপরও যদি কোনো শিল্পী দেরি করে পৌঁছন, তাহলে সমস্যা হবেই! মাঝেমধ্যে কখও পিএদের সঙ্গে হাতাহাতিও লেগে যায়। এরকমই এক অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন সঞ্চালিকা শাশ্বতী গুহ। শিল্পী ঘন্টা খানেক দেরী করে আসায় সমালোচনাও করেছেন তিনি।

শাশ্বতী নামের এক মহিলা সমাজ মাধ্যমে লেখেন, ‘গতকাল অনুষ্ঠানের নির্ধারিত সময়ের থেকে দু’ ঘন্টা দেরিতে এলেন মোনালি ঠাকুর। একজন সঞ্চালক হিসেবে এই পুরো সময়টা মঞ্চ সামলানো কতটা কঠিন ছিল, সে শুধু আমি জানি। আর জানে ২ লক্ষ দর্শক বন্ধু। তাদের ভালোবাসা ও গভীর ভর্ৎসনা কাল আমার ভাগ্যে জুটেছে। এবং সেটাই স্বাভাবিক তারা দেখতে ও শুনতে এসেছেন মোনালিকে অথচ তিনি তখন আমাদের নাগালের অনেক বাইরে। অগত্যা তাদের সব রাগ তখন আমার উপর।’

তার আরও সংযোজন, ‘একপ্রকার বল পূর্বক আমাকে সহ্য তাদের করতেই হয়েছে। তাই নিয়ে আজ ফেসবুকে অনেকে অনেক কথাও লিখছেন। ভালো ও মন্দ দুটোই। তবে একটা কথা ঠিক দর্শক বন্ধুরা যত বিরক্ত ই হোক না কেনো, কোনো রকম অপ্রীতিকর ঘটনা তারা ঘটান নি, যে কোনও মুহূর্তে যেটা ঘটার সম্ভাবনা প্রবল ছিল।’

গায়িকা মোনালি ঠাকুরকে সমালোচনা করে তিনি লেখেন, ‘তার কৃতিত্ব কার প্রাপ্য সেটা আর নাই বা লিখলাম। তবে এতো বছরের শিল্পী জীবনে এক চূড়ান্ত অভিজ্ঞতা হলো গতকাল। দু’লক্ষ দর্শকের সাথে দু’ঘন্টা । জনরোষ তৈরি হচ্ছে আর আমি তাকে দিদিগিরি দেখিয়ে ভাঙছি। যাক অবশেষে নির্বিঘ্নে বাড়ি ফিরেছি এটাই বড়ো প্রাপ্তি। তার জন্য আন্তরিক ধন্যবাদ সকলকে।

আরও পড়ুনঃ ‘প্রচুর ধ্যাস্টামি! প্ল্যানচেট করে ডাকা হোক’! গান গাইতে উঠে ভগবান রামকে গালাগাল করে বসলেন নচিকেতা

সেই পোস্টের কমেন্টে এক নেটিজেন লিখেছেন, গত বছরে ঠিক এটাই ঘটেছিল। মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষের বিজয়া সম্মেলনে মোনালি ঠাকুর প্রায় ২ ঘণ্টা দেরি করে আসেন। আমি ছিলাম একা সঞ্চালনায়। বুঝতে পারছি তোমার অবস্থা খুব ভালো করে।’ অন্য এক নেটিজেন বলেছেন, ‘মোনালি আমার আর আমার মেয়ের দুজনেরই খুব প্রিয় শিল্পী। কদিন আগে কল্যাণী বই উৎসবে ওঁর অনুষ্ঠান দেখার আমন্ত্রণ পেয়েছিলাম। কয়েক লক্ষ মানুষের ভিড়। উনি যথাযথ সেই দেরি।’

Back to top button