পরনে শুধু বাদামি অ’ন্ত’র্বা’স! ফ্যানদের থেকে কী চাইলেন সৃজলা?

হালে ফিলে বাংলা টেলিভিশন দুনিয়ায় নায়িকারাও কম জনপ্রিয়তা পেয়ে আসছেন না। ছোট পর্দার ধারাবাহিকে অভিনয় করেই সিরিয়ালপ্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)। পর্দায় তাঁর সাবলীল অভিনয় মন জয় করেছে দর্শকদের মন।

‘মন ফাগুন’ ধারাবাহিকে পিহু-র চরিত্রে তাঁর নজরকাড়া অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এই মুহূর্তে, ছোট পর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন সৃজলা। কাজ করছেন একাধিক ধারাবাহিকে। তবে শুধু অভিনয় নয়। নায়িকা অভিনয়ের পাশাপাশি লেখালিখিতেও পারদর্শী। এছাড়াও নাচে আগ্রহ রয়েছে তাঁর। ভালবাসেন ফ্যাশন ও মডেলিং করতেও।

সামাজিক মাধ্যমে তাঁর উপস্থিতি চোখে পড়ার মত। প্রায়ই নিজের ছবি পোষ্ট করেন নতুন নতুন অবতারে। দর্শকদের কখনো দেখা দেন ট্র্যাডিশনাল লুকে, কখনও আবার দেখা দেন স্ব’ল্পব’সনা সাহসী লুকে। তবে এবার শীতের শুরুতেই ভক্তদের মনের উ’ত্তাপ বাড়িয়ে দিলেন এই অভিনেত্রী। নতুন ছবি দেখে পুরুষ ভক্ত ঘামে ভি’জে গেলেন।

শ্যাওলা রঙা জেগিন্সর সঙ্গে পরেছিলেন বাদামি রঙা অ’ন্ত’র্বা’স। দর্শকদের উদ্দেশ্যে বললেন, একটি ক্যাপশনও বলে দিতে। পোস্টের কমেন্ট বক্সে উঠেছে প্রশংসার ঝড়। কেউ লিখেছেন, ‘এমন উজ্জ্বল ছবির কোনো ক্যাপশনের প্রয়োজন পড়ে না’।

আরও পড়ুনঃ স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল ‘জন্মান্তর’! নায়ক নায়িকার নাম জানলে ভিরমি খাবেন

অন্য এক নেটিজেনের মতে, ,’তোমার চোখ জুড়ে শুধুই মাধুর্য’, আবার অন্য এক নেট নাগরিক লিখছেন লিখেছেন, ‘যতক্ষন না গোলাপের থেকে নীল রক্ত ঝরছে, ততক্ষণ আমায় ভালোবাসো’।

You cannot copy content of this page