খুকুমণি হোম ডেলিভারি’র ১০০ পর্ব! কেক কেটে সেলিব্রেশন

সম্প্রতি স্টার জলসা চ্যানেলে শুরু হয়েছে বাংলা ধারাবাহিক খুকুমণি হোম ডেলিভারি। তবে ইতিমধ্যেই বেশ নাম করে গিয়েছে এই ধারাবাহিকটি। নাম ভূমিকায় অভিনয় করা দীপান্বিতা রক্ষিত খুব তাড়াতাড়ি নিজের অভিনয় প্রতিভার মাধ্যমে নজর কেড়েছে দর্শকদের। তার বিপরীতে অভিনয় করছে রাহুল মজুমদার। ধারাবাহিকে তাদের রসায়ন বেশ পছন্দ হয়েছে দর্শকদেরও।

গ্রামের মেয়ে খুকুমণি খুব সাধারন রান্নার মধ্যে অসাধারণ স্বাদ মিশিয়ে হোম ডেলিভারি চালাচ্ছে। সেরকমই একটি বড়লোক বাড়িতে হোম ডেলিভারি দিতে গিয়ে নায়ক বিহানের সঙ্গে পরিচয়। তবে এক বড়লোক বাড়িতে অবহেলিত থেকে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তাই তার সেবা-শুশ্রূষা করার দায়িত্ব নিয়েছে খুকুমণি যা বাড়ির লোকের কারুর পছন্দ নয়। তাই তারা ক্রমাগত ষড়যন্ত্র করে চলেছে খুকুমণির বিরুদ্ধে। আর এভাবেই ১০০ পর্ব পার করে ফেলল এই ধারাবাহিক।

এই বিশেষ আনন্দের মুহূর্ত তারা ভাগ করে নিলো সেটে। ১০০ পর্ব পূরণের আনন্দে সেই দিন শুটিং সেটেই সমস্ত কলাকুশলীরা উদযাপন করল দিনটি। একসাথে কেক কেটে হৈ-হুল্লোড় করল তারা। সেইসব সুন্দর মুহুর্ত ছবিগুলো ক্যামেরাবন্দী করা হয়েছে এবং সেগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়। অন্যদিকে ধারাবাহিকের সফল্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এই ধারাবাহিকের অনুরাগীরা। অন্যদিকে ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা দর্শকদের এভাবেই তাদের পাশে থেকে উৎসাহ যুগিয়ে যেতে বলেছে।

You cannot copy content of this page