টলিপাড়ার ইতিহাসে এই প্রথমবার। বদলে যাচ্ছে জি বাংলার (Zee Bangla) সিরিয়ালগুলি সময়সূচি। টিআরপি (Trp) তালিকায় প্রথম ও শেষ এখন আর ব্যাপার নয়। নতুনের আগমনে পুরোনোকে সরিয়ে দেওয়াই নিয়ম। নয়া ধারাবাহিক (New Serial) ‘পরিণীতা’র (Parineeta) আগমনে লালবাতি দেখছে বেশ কিছু মেগা সিরিয়াল (Mega Serial)।
শোনা যাচ্ছে পরিণীতা আসছে শুনে মাথায় হাত পড়েছে বেশ কয়েকটি কম টিআরপি সিরিয়ালের মাথায় বাজ। পরিণীতার আগমনে কার কপাল পুড়ল? জানা গিয়েছে, পরিণীতার আগমনে একটি বা দুটি নয়। চারটি সিরিয়ালের সময়সূচির পরিবর্তন হয়ে গিয়েছে।
এবার জি বাংলায় উলাটপুরান। বদলে যাচ্ছে একাধিক সিরিয়ালের সময়সূচি। দুপুর ২টোর স্লটের ‘কাজল নদীর জলে’ শেষের মুখে। বদলে দুপুরের ওই স্লটে আসছে ‘পুবের ময়না’। ফলত, খালি হয়ে যাচ্ছে সন্ধ্যে ছটার স্লট।
সন্ধ্যের ছটার প্রাইম স্লটে আসছে ‘নিম ফুলের মধু’। সৃজন-পর্ণার গল্প এই প্রথম স্লটহারা। দীর্ঘদিন টিআরপি তালিকায় রাজত্ব করার পর এই প্রথম নতুনের আগমনে স্লট ছাড়তে বাধ্য হল নিম ফুল। আটটার স্লটে আসছে নয়া সিরিয়াল ‘পরিণীতা’।
আরও পড়ুন: চিত্রার ষড়যন্ত্র ভন্ডুল! মৃত্যুর হাত থেকে কথা ও সঞ্চিতাকে বাঁচিয়ে উচিৎ শিক্ষা দিল অগ্নি
প্রসঙ্গত, টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল জি বাংলায় সাতটার স্লটে আসার কথা ছিল পরিণীতার। প্রোমোতে ঘোষণা হয়েছিল নির্ধারিত সময়সূচিও। তবে ব্লুজ প্রোডাকশনের সঙ্গে কথা কাটাকাটির জেরে জি বাংলা প্রোমো ডিলিট করে। কারণ জগদ্ধাত্রীকে অন্য স্লটে দিতে নাছোড় জি। তাই পরবর্তীতে নিম ফুলকে সরিয়ে সেই স্লট দেওয়া হয় পরিণীতাকে।
View this post on Instagram