আসছে না আসতেই ধা’মাল দুই শালিকের! বাংলার এক নম্বর রিয়েলিটি শো’কে স্লটহারা করল নন্দিনী-তিতিক্ষা জুটি

জি বাংলার (Zee Bangla) রান্নাঘর (Zee Bangla R Rannaghar)দিদি নম্বর ওয়ান (Didi No. 1) জনপ্রিয় দু’টি শো। যে শো’গুলির জনপ্রিয়তা ছাড়িয়ে ছিল এপার বাংলা থেকে ওপার বাংলায়। তবে এবার জনরোষের মুখে পড়েছে দুটি শোয়ের সঞ্চালিকা। সুদীপা তো জি বাংলার বাদের খাতায়। এবার রচনাও অন্যথা হলেন না।

এককালীন জনপ্রিয় শো দিদি নম্বর ওয়ানের টিআরপি তলানিতে। তাই বাধ্য হয়েই জি বাংলা স্লট বদলে দিচ্ছে জনপ্রিয় এই শো-এর। বদলে আসছে ‘দুই শালিক’। ইতিমধ্যেই দুই শালিকের জনপ্রিয়তা তুঙ্গে। টিআরপিও বাড়ছে তরতরিয়ে। গল্পে চলছে টান টান উত্তেজনায় ভরপুর পর্ব।

সমাজমাধ্যমে দিদি নম্বর ওয়ান বয়কটের ডাক দেন নেটিজেনরা

এক নেটিজেন সমাজমাধ্যমে লিখছেন, ‘দীর্ঘ ১৪ বছর বাংলার প্রতিটি ঘরে ঘরে একবারের জন্য হলেও বিনোদনের অংশ হ‌ওয়া বিখ্যাত একটি শো-এর ইতি ঘটল। বাংলা ইন্ডাস্ট্রি অভিভাবকহীন হয়ে গেল। ডেইলি ১ ঘণ্টা বিনোদন দেবে এমন কোনও শো আসবে কিনা বা আসলেও জনপ্রিয়তা পাবে কিনা জানি না। তবে পৃথিবীর সবকিছুরই শেষ আছে।’

ওই নেটিজেন আরও লেখেন, ‘দুই শালিককে অভিনন্দন জানাতেই হয়। এই স্লটে এত বছর কোনও সিরিয়াল‌ই প্রতিপক্ষ হিসেবে দিদি নং ওয়ানকে হটাতে পারেনি যেটা প্রিয় ধারাবাহিক দুই শালিক করে দেখাল।’

আরও পড়ুনঃ ‘বাংলার লিডিং হিরো হয়ে আমি সিরিয়াল করব! এত খারাপ অবস্থা হয়নি…’, ছোটপর্দার অভিনেতাদের কটাক্ষ করলেন বনি?

যদিও একেবারে সম্প্রচার বন্ধ হয়ে যায়নি দিদি নম্বর ১-এর। হয়েছে স্লট বদল। বিকেল ছটার পরিবর্তে সকাল দশটার স্লটে আসতে পারে জনপ্রিয় এই শো। রিয়েলিটি শো-টির অন্যতম আকর্ষণ ও সঞ্চালিকা রচনা ব্যানার্জি রাজনীতিতে আসার পরই কি কপাল পুড়ল? মতাদর্শের পরিবর্তনের জন্য আর দিদি নম্বরের চাহিদা আগের মতো নেই? প্রশ্ন উঠেছে নানা মহলে।