২০১৬ সালে বাংলা ধারাবাহিক রাখি বন্ধন (Rakhi Bandhan) দিয়েই টেলি দুনিয়ায় অভিষেক হয় অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়ার (Shrabani Bhunia)। ভাই বোনের গল্প নিয়ে জলসায় সম্প্রচারিত হত এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকে রাখি বড় হওয়ার পর সেই চরিত্রে অভিনয় করেছিলেন শ্রাবনী। সেই সময় থেকেই অল্প বয়সের অভিনেত্রী হিসাবে খুবই জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেত্রী। রাখির ছোটবেলার চরিত্রটি কৃত্বিকা চক্রবর্তী ফুটিয়ে তুলতেন। রাখি বড় হওয়ার পর সেই চরিত্রের জন্য পরিচালক বেছে নিয়েছিলেন অভিনেত্রী শ্রাবনী ভুঁইয়াকে।
কবে টেলিভিশনে ফিরবেন অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া?
অভিনেত্রী শ্রাবণী একজন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী। তিনি ছোটবেলা থেকে নাচের প্রশিক্ষণ নিয়েছেন। আবার অনেক স্টেজ শোও করেছিলেন। শ্রাবণী মডেলিংও করেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছিলেন অভিনেত্রী শ্রাবনী ভুঁইয়া। আর স্নাতক হওয়ার পর মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন। বর্তমানে বেশ কিছু পপুলার ব্র্যান্ডের মুখ হয়েছেন শ্রাবণী।
একসময় ছোট পর্দায় মাধবীলতার চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন দখল করেছিলেন অভিনেত্রী শ্রাবণী। এরপর ‘মুকুট’ ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। কিন্তু, মাধবীলতা বা মুকুট কোনওটিই কিন্তু টিআরপি লিস্টে জায়গা করে নিতে পারেনি। তাছাড়া, মুকুট থেকে মাঝপথে সরে যান টেলি অভিনেত্রী শ্রীপর্ণা রায়ও। ধারাবাহিক শেষ হওয়ার পর আর টিভির পর্দায় দেখা যায়নি।
টেলিভিশনের অন্যান্য সিরিয়াল গুলিতে পুরনো অভিনেত্রীরা কামব্যাক করলেও অভিনেত্রী শ্রাবণীকে ফিরতে দেখা যায়নি। অনেকেই অপেক্ষা করে ছিলেন প্রিয় ‘মাধবীলতাকে’ আবার টেলিভিশনে দেখার। তবে নিজ সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় অভিনেত্রী।
আরও পড়ুন: ‘নিম ফুলের মধু’ খ্যাত অভিনেতার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ‘ফুলকি’ দিব্যানী মন্ডল! মনের মানুষটি কে?
টেলিভিশন পর্দায় যে নতুন সিরিয়ালগুলি আসছে আপাতত সেখানে প্রধান চরিত্রে ফিরতে দেখা যাচ্ছে না শ্রাবণীকে। নতুন কোনো কাজ আসার খবর দেন নি অভিনেত্রী শ্রাবণী। তাই এখন দর্শকদের একটাই প্রশ্ন, কবে ফিরবেন শ্রাবণী?অভিনেত্রীর থেকে সুখবর শোনার অপেক্ষায় অনুরাগীরা।