টেলিভিশন পর্দার ধারাবাহিকগুলি দর্শকদের প্রত্যেক সন্ধ্যার সঙ্গী। আবার ধারাবাহিকের কলাকুশলীরা দর্শকদের ঘরের মানুষ। তাঁদের জীবনযাত্রার দিকে নজর থাকে টেলিদর্শকদের। সম্প্রতি ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকা দিব্যানী মন্ডল (Divyani Mondal) ও ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) খ্যাত অভিনেতা ঋষভ চক্রবর্তী (Rishav Chakrabarty)-র মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ঘনীভূত।
চুটিয়ে প্রেম করছে দিব্যানী ও ঋষভ!
জি বাংলার দুটি জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু এবং ফুলকি। নিম ফুলের মধু ধারাবাহিকের পিকলুর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে টেলি অভিনেতা ঋষভ চক্রবর্তীকে। এই ধারাবাহিকে পিকলুর চরিত্রে দুর্দান্ত নাম করেছেন ঋষভ। এই চরিত্রকে বেশ মনে ধরেছে দর্শকদের। সিরিয়ালে বর্ষা এবং পিকলুর জুটি দর্শকদের মন দখল করে।
অন্যদিকে, জি বাংলার ফুলকি ধারাবাহিকের লিড তথা প্রধান অভিনেত্রী দিব্যানী মন্ডল। এই মেগার মাধ্যমেই টেলিভিশন জগতে পা রেখেছেন দিব্যানী। আর প্রথম সিরিয়ালেই কামাল করে দিয়েছেন ফুলকি। তিনি এখন টেলিভিশন জগতের প্রথম সারির অভিনেত্রী। প্রায় প্রতি সপ্তাহে বেঙ্গল টপার ধারাবাহিক হল ফুলকি।
তবে সম্প্রতি টলিপাড়ার আকাশে বাতাসে গুঞ্জন চুটিয়ে প্রেম করছেন দিব্যানী ও ঋষভ। নিজেদের সম্পর্কের কথা সর্বসমক্ষে প্রকাশ না করলেও এই কথা স্পষ্ট যে, গোপনে সম্পর্কে জড়িয়েছেন তারকা জুটি। অন্তত তার আভাস মিলেছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি একইসঙ্গে আপলোড করেছেন তাঁরা। আর সেখান থেকেই ধরা পড়েছে তাঁদের সম্পর্কের কথা।
আরও পড়ুন: জনপ্রিয় গায়কের থেকে কু’প্রস্তাব পেলেন ইমন চক্রবর্তী! সপাট জবাবে কি বললেন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা?
একটি ক্যাফেটরিয়ার ছবি পোস্ট করে দিব্যানী লিখেছেন, এটি এমন একটি জায়গা যার কথা শুধুমাত্র আমরাই জানি। আবার সেই ছবি পোস্ট করতে দেখা গিয়েছে অভিনেতা ঋষভকেও। এই বিষয়টি থেকেই স্পষ্ট যে প্রেমে পড়েছেন দুজনে। ডেটেও গিয়েছিলেন তাঁরা। অনুরাগীরা তাঁদের প্রিয় জুটির প্রেমের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।