করোনা মহামারীর মাঝেই টলিপাড়ায় বিতর্কের কেন্দ্রে এসেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinky Banerjee) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) । কৃষ্ণকলি, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের মতো একাধিক ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী নাকি কাঞ্চন মল্লিকের সংসারেও খলনায়িকার কাজ করেন। তার উস্কানিতেই, প্ররোচনাতেই সংসার ভাঙে কাঞ্চন-শ্রীময়ীর। অবশ্য কাঞ্চনের ছুকছুকানি যে কম ছিলনা তা এখন প্রমাণিত। আর এই সমস্ত অভিযোগই সেই সময় করেছিলেন কাঞ্চনের তৎকালীন স্ত্রী পিঙ্কি।
বলাই বাহুল্য, সেই সময়ে পিঙ্কি ব্যানার্জি অভিযোগ করে বলেছিলেন, শ্রীময়ীর সঙ্গে অবৈধ সম্পর্কে রয়েছেন কাঞ্চন। যদিও সেই সময় পিঙ্কির সমস্ত অভিযোগকে ভুয়ো এবং মিথ্যে বলে উড়িয়ে দিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। শুধু কী তাই? আইনের সাহায্য নেবেন বলেও হুমকি দিয়েছিলেন তিনি। সেই সময় কাঞ্চন এবং শ্রীময়ী দুজনেই জানিয়েছিলেন যে তাঁরা একে অপরের সঙ্গে কোনরকম পরকীয়া সম্পর্কে জড়িয়ে নেই। তারা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু।
যদিও সেই সমস্ত ঘটনা আজ অতীত। তারা যে সম্পর্কে ছিলেন তা আজ সর্বজনবিদিত। বিভিন্ন অনুষ্ঠানে নির্লজ্জের মত তারা স্বীকার করেছেন তারা প্রেম করতেন। এমনকি নাবালিকা বয়সে নাকি কাঞ্চনকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলেন শ্রীময়ী। বিভিন্ন সাক্ষাৎকারের সেই সমস্ত কথা রসিয়ে রসিয়ে বলেছেনও শ্রীময়ী। আর বুড়ো বয়সে তিন নম্বর বউয়ের মুখ থেকে এই সমস্ত কথা শুনে লজ্জায় রাঙ্গা হয়ে উঠেছেন কাঞ্চন।
বিয়ের বছর কাটার আগেই সন্তান এসে গেছে কাঞ্চন-শ্রীময়ীর জীবনে। মেয়ে কৃষভিকে নিয়ে এখন আদিখ্যেতার অন্ত নেই কাঞ্চনের। বলেছেন ছেলে ওশ’কে। ছেলের মনের উপর কতটা চাপ পড়বে তা না বুঝেই শ্রীময়ীকে বিয়ে করেছেন তিনি। প্রকাশ্যে অদেখলামো করেছেন। অন্যদিকে ১৪ ঘন্টা
কাজ করেই সংসার সামলে ছেলেকে সুশিক্ষায় বড় করে বলছেন একা পিঙ্কি।
জবর খবর! লিপ নেওয়ার পরেও নিম ফুলের মধু’র নয়া ট্র্যাকে থাকছে ছোট্ট পুঁটি! দারুণ চমক রয়েছে ভক্তদের জন্য
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন তিনি। অভিনেত্রী বলেছেন, ‘আসলে আমরা ভাবি, বাচ্চারা কিছু বোঝে না, কিন্তু তেমনটা নয়। ওরা কিন্তু সব বোঝে। আজ আমার ছেলে যদি সহযোগিতা না করত, তা হলে একা ওকে সামলে কাজ চালিয়ে যেতে পারতাম না। ও জানে, মায়ের শুটিং রয়েছে, তাই পড়াশোনাটা নিজেকেই করতে হবে। আমরা একসঙ্গে লেকে হাঁটতে যাই, একসঙ্গে আকাশ, তারা দেখি। অনেক ওর থেকে পরামর্শও নিই।’