এখনও পর্যন্ত তিনিই বাংলার অন্যতম সফল বাণিজ্যিক ছবির নায়িকা। তিনি রঞ্জিত মল্লিক (Ranjit Mallick ) কন্যা। মল্লিক পারিবারিক ঐতিহ্য, আভিজাত্য এবং গুণের এক অদ্ভুত মিশেল বড় হয়ে উঠেছেন তিনি। তাঁর চেহারায় ঝলকে ওঠে আভিজাত্য, ঐতিহ্য। নিজের সহজাত অভিনয় দক্ষতায় যে কোনও চরিত্রকেই অসামান্য করে তোলার দক্ষতা রাখেন এই অভিনেত্রী।
বাবার অনুমতিক্রমেই সিনেমায় পা রাখা তাঁর।একটা সময় পর্যন্ত টলিউড ইন্ডাস্ট্রিতে নায়িকা হয়ে রাজত্ব করেছেন তিনি। জিৎ হোক বা দেব সবার সঙ্গেই তাঁর জুটি সুপারহিট। আজও টলিউড কুইন তিনিই। বলার অবকাশ রাখে না তিনি কে! তিনি অভিনেত্রী কোয়েল মল্লিক। জনপ্রিয় প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছিলেন কোয়েল।
২০২০ সালে করোনার প্রকোপের মাঝেই অভিনেত্রীর কোল আলো করে জন্ম নেয় সন্তান কবীর। আর ছেলের জন্মের পর থেকে নিজের কাজ বন্ধ রেখেছিলেন অভিনেত্রী। ছেলে একটু বড় হতেই ফের ফেরেন কাজে। তবে কিছুদিন আগেই জানা যায়, ছেলের চার বছর বয়সের মাথায় দ্বিতীয়বারের মতো সন্তান ধারণ করতে চলেছেন অভিনেত্রী। দ্বিতীয়বারের মতো দাদু হতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক।
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা অবস্থাতেই নায়িকা হচ্ছেন শ্রীপর্ণা! আসছে অভিনেত্রীর নয়া সিরিয়াল?
আর এবার এলো সেই আনন্দঘন মুহূর্ত। দ্বিতীয়বারের মতো মাতৃত্ব অনুভব করলেন কোয়েল মল্লিক। ছেলের পরে এবার মেয়ে। অভিনেত্রীর ঘর জুড়ে এলো কন্যা সন্তান। আজ অর্থাৎ ১৪ ডিসেম্বর রবিবার সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী। উল্লেখ্য, আজ শনিবার সোশ্যাল মাধ্যমে একটি ডিজিটাল কার্ড শেয়ার করেন অভিনেত্রী ।সেখানে লেখা ‘আমরা একটি কন্যা সন্তান পেয়েছি’। বড় বড় হরফে লেখা বেবি গার্ল। আর সেখানেই তারিখে লেখা ১৪.১২.২৪।