বাংলার গণ্ডী পেরিয়ে এবার হিন্দি সিরিয়ালের নায়িকা ‘শিরিন’ ওরফে সুন্দরী অভিনেত্রী মধুরিমা বসাক! নতুন যাত্রা শুরু অভিনেত্রীর

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সুন্দরী নায়িকার অভাব নেই। তবে শুধুমাত্র যে নায়িকা সুন্দরী হন এমনটা নয় নায়িকার পাশাপাশি খলনায়িকারাও কিন্তু সমানভাবে সুন্দরী হন। আর তারই জ্বলজ্যান্ত উদাহরণ হলেন এই অভিনেত্রী। তিনি বাংলা টেলিভিশনের (Television ) অত্যন্ত সুন্দরী অভিনেত্রী। তবে তাকে বাঙালি দর্শক পজিটিভ চরিত্রের থেকে বেশি নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখেছেন।

যদিও নিজের সৌন্দর্য্য এবং অভিনয়ের জন্য দর্শক মনে বিশেষ জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন তিনি। শুধুমাত্র ছোট পর্দায় আবদ্ধ থাকেননি তিনি। ছোটপর্দা থেকে বড় পর্দা সর্বত্র‌ই তার অবাধ দাপট‌। শ্রীময়ী, মোহর, গুড্ডি একাধিক ধারাবাহিকে নেগেটিভ রোলে অভিনয় করে সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন এই অভিনেত্রী। বুঝতেই পারছেন তিনি কে, তিনি অভিনেত্রী মধুরিমা বসাক। কিছুদিন আগে পর্যন্ত গুড্ডি ধারাবাহিকে শিরিনের চরিত্রে অসামান্য অভিনয় করে দর্শকদের মন যেতে নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: টেলিভিশনের পর্দায় এবার ঘ’নিষ্ঠ দৃশ্যে ধরা দেবেন নীল-তৃণা? একসঙ্গে পর্দায় ধরা দিতে চলেছেন বাস্তবের স্বামী-স্ত্রী!

তবে পজিটিভ চরিত্র নয়, খলনায়িকার চরিত্রে তার অভিনয় বিশেষভাবে নজর কেড়েছিল দর্শকদের। সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও তাকে দেখেছেন দর্শকরা। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় সিনেমাতে হাতেখড়ি হয় এই অভিনেত্রীর।‌ এক্স ইকুয়ালস টু প্রেম ছবিতে উচ্চ প্রশংসিত হয় তার অভিনয়। এছাড়াও জেন্টেলমেন নামক একটি ওয়েব সিরিজে অভিনয় করেন মধুরিমা। এছাড়াও লেডি কুইন জেন্টস পার্লার ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন তিনি।