তিনি বাংলা টেলিভিশন এবং সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা সমানতালে কাজ করে চলেছেন তিনি। বাঙালি দর্শক তাকে প্রথমবারের মতো দেখেছিল স্টার জলসার পর্দায়। জন ভট্টাচার্যের বিপরীতে রিমলি হয়ে অচিরেই বাঙালি দর্শকদের মন জিতে নিয়েছিলেন এই মিষ্টি চেহারার অভিনেত্রী। তিনি সেই সমস্ত গুটিকয়েক অভিনেত্রীদের মধ্যে একজন যিনি একটি ধারাবাহিকের হাত ধরেই আকাশছোঁয়া সাফল্য অর্জন করেছেন।
বুঝবি পারছেন নিশ্চয়ই কার কথা বলছি, তিনি অভিনেত্রী ইধিকা পাল। রিমলি পরবর্তী এই অভিনেত্রীকে দেখা যায় ধারাবাহিক পিলুতে। না এই ধারাবাহিকে অবশ্য নায়িকা চরিত্র নয় বরং খল চরিত্রে অভিনয় করেন তিনি। হ্যাঁ বরাবরই ছক ভেঙেছেন। নায়িকার ইমেজ থেকে বেরিয়ে খল চরিত্রে অভিনয় করেন তিনি। যদিও পরবর্তীতে সেই চরিত্রটি হয়ে উঠেছিল পিলু ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় পার্শ্ব চরিত্র।
ধারাবাহিক পরবর্তী এই অভিনেত্রী সুযোগ পেয়ে যান বাংলাদেশী সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায়। ব্যাপক সাফল্য পায় সেই সিনেমা। রাতারাতি টেলিভিশনের পর্দার নায়িকা হয়ে ওঠেন বড় পর্দার তারকা। আর এবার বাংলার সুপারস্টার দেব অভিনীত এবং প্রযোজিত বিগ বাজেটের কমার্শিয়াল সিনেমা ‘খাদানে’ সুপারস্টার দেবের বিপরীতে দেখা যাবে তাকে। বাংলাদেশে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমার’ ব্যাপক সাফল্যের পর টলিউডেও পিছিয়ে থাকেননি ইধিকা।
আরও পড়ুন: ‘ডিভোর্স হচ্ছে রাজা-মধুবনীর!’ ভিডিওর মাধ্যমে বিচ্ছেদের বার্তা উস্কে দিলেন তারকা দম্পতি
দেবের আসন্ন সিনেমা ‘খাদানে’ দেবের বিপরীতে দেখা যাবে ইধিকাকে। যা নিঃসন্দেহে তাঁর জীবনে একটি বিরাট সাফল্য। তাছাড়াও, ইধিকার হাতে রয়েছে বাংলাদেশ ও ভারতের আরও অনেক ছবি। যদিও ইতিমধ্যেই খাদান নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই সিনেমার গান ‘কিশোরী।’ বাংলায় এখনই গান ট্রেন্ড করছে। ইধিকা আর দেবের রোম্যান্টিক গানে এখন বুঁদ গোটা বাংলার মানুষ। ইধিকার নাচ, অভিনয়ে এখন মজে দর্শকরা। একই সঙ্গে অভিনেত্রী নিরহংকার মানসিকতা, দারুণ অভিনয়ের জন্য তিনি ভীষণ প্রশংসিত দর্শকদের কাছে।