‘গৃহপ্রবেশ’ জমজমাট! শুভকে ভালোবাসার নিবেদন আদৃতের, অস্বীকার শুভর! কী করে পরিণতি পাবে তাদের ভালোবাসা

স্টার জলসার (star jalsha)জনপ্রিয় ধারাবাহিক “গৃহপ্রবেশ” (Grihoprobesh) এখন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ে এসে পৌঁছেছে। শুরু থেকেই দর্শকদের মনোরঞ্জন করে আসা এই সিরিয়ালে প্রতিটি পর্বে আসে নতুন চমক। আদৃত, শুভ এবং জিনিয়ার সম্পর্কের টানাপোড়েন নিয়ে এগোচ্ছে গল্প, যেখানে প্রত্যেকটি দৃশ্য তৈরি করছে এক নতুন উত্তেজনা।

গৃহপ্রবেশ আজকের পর্ব ১৯ ডিসেম্বর। Grihoprobesh today episode 19 December

১৯ ডিসেম্বরের পর্বে আদৃত শুভকে প্রপোজ করলেও সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। নিজের আবেগ প্রকাশ করে আদৃত শুভকে একটি গোলাপ ফুল দিয়ে প্রপোজ করে। এতদিন চেপে রাখা ভালোবাসা জানাতে পেরে সে যেন স্বস্তি পায়। কিন্তু সেই মুহূর্তেই শুভর মনে পড়ে আদৃতের মায়ের সতর্কবাণী—জিনিয়া এবং আদৃতের সম্পর্কের মাঝে সে যেন কোনওভাবেই বাধা না হয়ে দাঁড়ায়। শুভ এই কথা মনে করেই আদৃতের দেওয়া গোলাপ ফুল ছুঁড়ে ফেলে দিয়ে জানায়, “আমার তোমার প্রতি কোনো অনুভূতিই নেই।” শুভর কথায় হতবাক হলেও আদৃত শান্ত স্বরে জানায়, “আমি দুদিনের জন্য বাইরে যাচ্ছি। আমি না থাকলে হয়তো তুমি বুঝতে পারবে, আমাকেও ভালোবাসো।”

Grihoprobesh

পরবর্তী ঘটনায় দেখা যায় শুভ বাড়ি ছেড়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আদৃতের ঠাম্মি এবং দাদু এই পরিস্থিতি দেখে দুঃখিত হয়ে পড়েন। ঠাম্মি জানায়, শুভর চোখে জল দেখে সে বুঝতে পেরেছে, শুভও আদৃতকে ভালোবাসে। দাদু স্পষ্ট বলেন, “শুভ এবং আদৃতকে এক করার দায়িত্ব আমাদেরই নিতে হবে।” এই সময় দর্শকরা শুভর মনের টানাপোড়েনও প্রত্যক্ষ করেন। যদিও সে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে, তার মনের গভীরে আদৃতের জন্য অপরিসীম ভালোবাসা লুকিয়ে রয়েছে।

আগামী পর্বে আসবে নতুন চমক। আদৃত জিনিয়াকে তাদের এনগেজমেন্ট রিং ফেরত দেবে এবং জানাবে, সে শুভকেই ভালোবাসে। তার এই সিদ্ধান্ত কি শুভর মন পরিবর্তন করতে পারবে? আদৃতের পরিবার কীভাবে তাদের একত্রিত করবে? এসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আরও পড়ুনঃ অত্যন্ত প্রতিভাময়ী, অহংকারহীন অভিনেত্রী, নিজের সপ্রতিভ অভিনয়ে বাঙালির মন জিতেছেন তিনি, ইধিকার প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা

এই মুহূর্তে “গৃহপ্রবেশ”-এর গল্প এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে ভালোবাসা, দায়িত্ব এবং আত্মত্যাগের গভীর টানাপোড়েন প্রতিফলিত হচ্ছে। ধারাবাহিকটির প্রতিটি পর্ব দর্শকদের নতুন আবেগে মোড়ানো এক ভিন্ন অভিজ্ঞতা দিচ্ছে।