দুরন্ত সাফল্য! সোনু সুদের হাত থেকে নিজের অভিনয়ের জন্য পুরস্কার পেলেন তৃণা সাহা, আপ্লুত নায়িকা

বাংলা টেলিভিশনে (Bengali Television) যারা কাজ করেন তারা নাকি তারকা হয়ে উঠতে পারেন না। তবে বাংলা টেলিভিশন যে তারকার জন্ম দেয়নি একথা সর্বৈব মিথ্যা। বাংলা টেলিভিশন থেকে উঠে এসে এখন সিনেমা, ওয়েব সিরিজের পর্দা কাঁপাচ্ছেন এখন একাধিক তারকা। কোথাও গিয়ে বলা যায় বাংলা টেলিভিশন‌ই জন্ম দিচ্ছে এখন তারকাদের।

বলাই বাহুল্য, বাংলা টেলিভিশনের পর্দায় এখন অজস্র সব ধারাবাহিকের সমাহার।‌‌ সেই সমস্ত ধারাবাহিকের হাত ধরে যেরকম নিত্যদিন নিত্য নতুন অভিনেতা-অভিনেত্রীর আসছেন তেমন‌ই কদর কিন্তু কমে যায়নি পুরনো তারকাদেরও। আর সেই সমস্ত তারকাদের একজন হলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। যাকে বারবার ছোট পর্দায় ফিরে পেতে চান দর্শকরা।

বাংলা টেলিভিশন যে তারকাদের তৈরি করেছে সেই তারকাদের অন্যতম হলেন তৃণা। অভিনেত্রীর ভক্তরা মনে করেন তিনি ধারাবাহিকে থাকলেই সুপার-ডুপার হিট হবে সেই ধারাবাহিক। আর এবার নিজের ভালো কাজের পুরস্কার পেলেন তৃণা। আর তার এই সাফল্যে দারুণ খুশি তার ভক্ত-অনুরাগীরা।

উল্লেখ্য, সম্প্রতি বলিউডি তারকা সোনু সুদের হাত থেকে নিজের কাজের জন্য পুরস্কার পেলেন অভিনেত্রী। তার অভিনীত ওয়েব সিরিজ ‘মিল্কশেক মার্ডারস সিরিজের জন্য অভিনেতা সোনু সুদের কাছ থেকে ‘স্টার জেড’ অ্যাওয়ার্ড পেলেন তৃণা।

আরও পড়ুনঃ তিনি ব্যতিক্রমী! জুনিয়র অভিনেতাদের কষ্ট দূর করতে বিরাট বড় পদক্ষেপ নিলেন পরিচালক মানসী সিনহা

এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে তৃণা লেখেন, ‘এটি গতকাল রাতে ঘটেছে… মিল্কশেক মার্ডারের জন্য পুরস্কৃত হয়েছি আমি। এটি আপনার সকলের ভালোবাসার প্রাপ্তি। অনুপ্রেরণার কাছ থেকে এই বিশেষ পুরস্কারটি পাওয়া এই প্রাপ্তিকে আরও বিশেষ করে তুলেছে।