‘বাজে ভিএফ‌এক্স, গরীবের আমেরিকা’ সব কটাক্ষ অতীত! গল্প আর অভিনয়ে মাত দিচ্ছে গৃহপ্রবেশ

বিনোদন জগতে একটা কথা খুব প্রচলিত আছে, সেটা হল গল্প যদি ঠিক হয় তাহলে সেটা দর্শকদের থেকে কেউ দূরে রাখতে পারবে না। বর্তমানে, এই কথারই প্রতিফলন দেখতে পাওয়া যাচ্ছে সিরিয়াল জগতে। এই মুহূর্তের সব সিরিয়ালের পরিচালোকেরাই চান যে একটু অন্য ধাঁচের ধারাবাহিক তৈরী করতে। কিন্তু, পরবর্তীকালে দেখতে পাওয়া গেছে সেই সব গল্পই যেনো ‘এক গোয়ালের গরু’র মতন অবস্থা। ভালো উদ্যম নিয়ে শুরু হলেও কোথাও গিয়ে গল্পের ঘটে ছন্দপতন।

এই সময়ে বিভিন্ন সিরিয়ালের মধ্যে একটু ভিন্ন ধারার ধারাবাহিক হল স্টার জলসার ‘গৃহপ্রবেশ’। এই মেগার মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যায়, ঊষসী রায় এবং সুস্মিত মুখোপাধ্যায়। ভিন্নধারার সিরিয়াল হলেও খুব একটা মন কারেনি দর্শকদের। তাই সিরিয়াল নির্মাতা থেকে শুরু করে দর্শকেরা ভেবেছিল খুব শীঘ্রই পড়তে চলেছে যবনিকা। কিন্তু দিন যত গড়াচ্ছে চিত্রিত হচ্ছে অন্য সিন, যা একেবারে অকল্পনীয়।

গৃহপ্রবেশ, গৃহপ্রবেশ আজকের পর্ব ২২ ডিসেম্বর, গৃহপ্রবেশ আজকের পর্ব, Grihoprobesh today episode 22 december, স্টার জলসা, স্টার জলসা সিরিয়াল

এই সিরিয়ালটি মূলত বাংলার ঘরের মেয়ে বিদেশের মাটিতে নানান আদব-কায়দের মধ্যে নিজেকে মানিয়ে নেওয়ার গল্প। এই সিরিয়ালের শুরুতেই বিভিন্ন কটকের মুখে পড়েন সিরিয়াল নির্মাতারাসহ কলাকুশলীরা। দর্শকদের থেকে জুটেছে বাজে ভিএফএক্স, গরিবের আমেরিকা এই সব ধরনের কটাক্ষ। বর্তমানে দেখা যাচ্ছে এই সব ধরনের কটাক্ষ এখন অতীত।

আরও পড়ুনঃ এখনকার প্রজন্ম নাক উঁচু, কেউ সম্মান করে না, পুরস্কার পেলে তবেই অনুষ্ঠানে আসে, নতুন প্রজন্ম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর!

ধীরে ধীরে এই সিরিয়ালের মূল অস্ত্র গল্পই মন কেড়ে নিচ্ছে দর্শকদের। ফলত, খুব একটা খারাপ প্রভাব আর গায়ে মাখছে না মেগার পরিচালক। গল্প দিয়েই মাতিয়ে দিচ্ছেন বাংলার দর্শকদের। সিরিয়ালের গতি থেকে অনেক দর্শকেরই মনে করছেন আগামী দিনে ভালো কিছু গল্পের মোর উপহার দিতে চলেছেন পরিচালক।