দারুণ সাফল্যের সঙ্গে পথ চলার পর অবশেষে শেষ হচ্ছে জলসার জনপ্রিয় এই ধারাবাহিক! জানলে মন ভাঙবে আপনাদেরও

টেলিভিশন পর্দায় আসছে নিত্য নতুন ধারাবাহিক। আবার শেষ হচ্ছে পুরোনো ধারাবাহিকগুলি (Bengali Serial) তেমনই টেলিপর্দার এক জনপ্রিয় ধারাবাহিক শেষ হচ্ছে বলেই খবর। চ্যানেলের এমন আচমকা সিদ্ধান্তে অবাক সবাই।

জি বাংলা ও স্টার জলসার মেগা সিরিয়ালগুলো সবার নিত্য দিনের সঙ্গী। আর সিরিয়ালের চরিত্ররা হয়ে ওঠে ঘরের মানুষ। তাই হঠাৎ করে সিরিয়াল শেষ হলে মনখারাপ হয় দর্শকদের। এবার স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শেষের খবর কার্যত অবাক করলো প্রত্যেককেই।

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরি পাইস হোটেল’ এর শেষ শুটিং ১৮ জানুয়ারি সম্পন্ন হয়েছে। দীর্ঘ দুই বছরের পথচলায় এই সিরিয়ালটি ৭৬৭টি পর্বে দর্শকদের মন জয় করেছে। শঙ্কর ও ঐশানীর প্রেম কাহিনী এবং ধৃতি-রুদ্রের নাটকীয় ঘটনাগুলি ভক্তদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল। শুরুর দিকে সিরিয়ালটির মধ্যে কিছু চমকপ্রদ টুইস্ট ছিল, যা দর্শকদের কাছে বেশ আকর্ষণীয় ছিল। তবে এবার এর পথচলা শেষ হতে চলেছে।

এই সিরিয়ালের শেষ পর্বটি ৩১ জানুয়ারি বা ৭ ফেব্রুয়ারির মধ্যে সম্প্রচারিত হতে পারে, যদিও এর সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি। টলিপাড়ায় এটি একটি আবেগঘন বিদায়, কারণ দীর্ঘদিন ধরে দর্শকরা ‘হরগৌরি পাইস হোটেল’-এর পর্দায় প্রিয় চরিত্রদের দেখতে অভ্যস্ত ছিলেন। যদিও শোটি শেষ হতে চলেছে, তবে এর শেষ পর্বের জন্য দর্শকরা এখন থেকেই উন্মুখ।

এদিকে, লীনা গাঙ্গুলী তাঁর নতুন ধারাবাহিক ‘চিরসখা’ নিয়ে টলিপাড়ায় ফিরছেন। শোনা যাচ্ছে, এই সিরিয়ালটি ২৭ জানুয়ারি অথবা ৩ ফেব্রুয়ারির মধ্যে স্টার জলসায় সম্প্রচারিত হতে পারে। যদিও এখনও ২৭ জানুয়ারির তারিখে সম্প্রচারিত হওয়ার সম্ভাবনা ৯৮% নিশ্চিত, তবে ৩ ফেব্রুয়ারি সেটি সম্প্রচারিত হলে ২% সম্ভাবনা থাকবে।

আরও পড়ুনঃ আউট ‘রোশনাই’ অনুষ্কা! জনপ্রিয় চ্যানেলে নায়িকা হিসেবে কাকে বেছে নিলো প্রোডাকশন হাউজ?

‘চিরসখা’ সিরিয়ালটিতে অপরাজিতা আচার্য ও সুদীপ চট্টোপাধ্যায় প্রধান চরিত্রে অভিনয় করছেন। ধারাবাহিকটির গল্প এবং নতুন চমক দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। লীনা গাঙ্গুলী তাঁর ধারাবাহিকগুলোর জন্য বরাবরই জনপ্রিয়, এবং ‘চিরসখা’ও তার ব্যতিক্রম নয়।

টলিপাড়ায় এখন দুটি বড় খবরের মিলন ঘটছে। একদিকে ‘হরগৌরি পাইস হোটেল’ বিদায় নিচ্ছে, অন্যদিকে নতুন ধারাবাহিক ‘চিরসখা’ আসতে চলেছে। টেলিভিশন প্রেমীরা এখন অপেক্ষায় আছেন, কে আসছে তাঁদের নতুন প্রিয় সিরিয়াল হিসেবে!