বাথরুমে পোশাক বদলের ভিডিও ফাঁস, ভক্তদের জন্য এ কী করে বসলেন ঊর্বশী!

সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় আমরা একাধিক ভিডিও দেখি যা প্রায় ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর তার মধ্যে কিছুকিছু ভিডিও আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করে, অবাক করে, বিস্মিত করে। আবার কিছু ঘটনা ভাবতে বাধ্য করে। আসলে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে পৃথিবীর সমস্ত ঘটনাই চোখের নিমেষে ভাইরাল হয়ে যায়।‌

আর বর্তমান সময়ে দাঁড়িয়ে ইন্টারনেটের সৌজন্যে প্রায় সমস্ত ঘটনাই আমাদের হাতের মুঠোয় চলে আসে। তবে সব সময় কি শুধুমাত্র শালীন জিনিস আমরা দেখতে পাই? তা কিন্তু একেবারেই নয়! বিভিন্ন সময়ে বিভিন্ন অশালীন জিনিসও আমাদের চোখে পড়ে। আর সম্প্রতি সেইরকমই একটি ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। আর যা দেখে নেট মাধ্যম বলছে এমন ঘটনা কিভাবে ঘটতে পারে?

সম্প্রতি সোশ্যাল মাধ্যম তোলপাড় হয়েছে বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলার একটি ভিডিওকে কেন্দ্র করে। কি রয়েছে সেই ভিডিওতে? ওই ভিডিও শালীনতার সমস্ত সীমা পার করে গেছে বলে দাবি নেটিজেনদের। ফাঁস হওয়া ওই ভিডিওটিতে রয়েছে ২৩ সেকেন্ডের একটি বাথরুমের ভিডিও। যেখানে পোশাক পরিবর্তন করতে দেখা গেছে ঊর্বশীকে।

কেউ কি ইচ্ছা করে ঊর্বশীর এই ভিডিও ফাঁস করেছেন নাকি নিজেকে প্রচারের আলোয় রাখার জন্য এমন কান্ড নিজেই ঘটিয়েছেন অভিনেত্রী? ফাঁস হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছিল, উর্বশী বাথরুমে ঢুকছেন। অভিনেত্রীর পরনে রয়েছে সালোয়ার কামিজ। এরপর তিনি তার পোশাক নিরাবরণ করছেন। আর সেই মুহূর্তেই বন্ধ হয়ে যায় ভিডিও। এইরকম বিশেষ মুহূর্তের ভিডিও কিভাবে ভাইরাল হল?

আরও পড়ুনঃ ‘নারীকেন্দ্রিক ছবি তবে, এই ছবি দেখে পুরুষরাই বেশি কেঁদেছে’, রুক্মিণীকে বিনোদিনী রূপে দেখে আবেগ সামলাতে পারলেন না দেব!

এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন এটা সম্পূর্ণভাবে বানানো একটি ভিডিও। কারন কিছুদিন আগে ‘ঘুষপেটিয়া’ নামক একটি ছবিতে অভিনয় করেন ঊর্বশী। ছবিটি একেবারেই আলোচনায় ছিল না। প্রযোজকরা জমি জমা বেচে এই ছবিটি করেছেন। তাই ছবিটিকে নিয়ে গিমিক তৈরির উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেন অভিনেত্রী। ঊর্বশীর দাবি ছবির নির্মাতারা নাকি তার কাছে এসে রীতিমতো কান্নাকাটি করেছিলেন। আর তাই দরদ দেখিয়ে এই সিদ্ধান্ত নেন অভিনেত্রী। যদিও তার এই পদক্ষেপে ছিঃ ছিঃ রব নেট দুনিয়ায়।