বাংলার একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জি (Rachana Bannerjee)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অভিনেত্রী রচনা ব্যানার্জি হুগলি আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। শুধু তাই নয় জি বাংলা জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ এর সঞ্চালিকা হিসেবে বেশ জনপ্রিয় তিনি। ভোটপ্রচারের সময় একটি মন্তব্যতে তিনি বলেছিলেন, “হুগলিতে এত কারখানা হয়েছে যে চারিদিকে ধোঁয়াই ধোঁয়া।” এর পর থাকে ভীষভাবে ট্রোলের শিকার হতে হয়েছিল।
একজন অভিনেত্রী হয়ে রাজনীতিতে আসার ব্যাপারটি নিয়েও যথেষ্ট সমালোচনা হয়েছিল রচনা ব্যানার্জীর বিরুদ্ধে। ভোট প্রচারের সময় বিভিন্ন মন্তব্যের কারণে তাকে ট্রোল হতে হয়েছে। অনেকেই বলেছেন রাজনীতিটা যখন বোঝেন না তখন তার এই দিকে আসাটা উচিৎই হয়নি। শুধু তাই নয় এর আগেও সোশ্যাল মিডিয়াতে শাড়ির ব্যবসা খুলেছিলেন তিনি। এই নিয়েও কটাক্ষের মুখে পড়েছিলেন, অনেকেই বলেছিলেন তার অভিনয় জীবন শেষ হয়েছে বলেই এখন বিভিন্ন ব্যবসার দিকে ঝুঁকে পড়ছেন তিনি।
চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে বৃহস্পতিবার থেকে শুরু হল ‘চুঁচুড়া বিধানসভা উৎসব’। সেই মাঠে অনুষ্ঠিত হলো এক জমজমাট মেলা, যেখানে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বিশেষ উদ্যোগে সাজিয়ে তুললেন শাড়ি ও প্রসাধনীর স্টল। মেলাটি শুরু হয় সকাল থেকে, এবং দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই স্টলে কেনাকাটার উপর ১০% ছাড়ের কথা বলেন অভিনেত্রী তথা সাংসদ রচনা।
সাংসদের উদ্যোগে, শাড়ি ও প্রসাধনীর স্টলে ক্রেতাদের জন্য আকর্ষণীয় ছাড় এবং উপরি উপহারের ব্যবস্থা করা হয়। বিশেষ করে, শাড়ির স্টলে বিভিন্ন ধরনের শাড়ি—তাঁতের, সিল্ক, কটন থেকে শুরু করে ফ্যাশনেবল ডিজাইনার শাড়ি পাওয়া যায় সাশ্রয়ী দামে। প্রসাধনীর স্টলেও ছিল নামী ব্র্যান্ডের প্রসাধনী, যা বিভিন্ন অফারের মাধ্যমে উপস্থাপন করা হয়।
আরও পড়ুনঃ ছড়িয়ে পড়ল আতঙ্ক! পাকিস্তান থেকে অভিনেতাকে সরাসরি খুনের হুমকি !
সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় জানান, “এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মহিলাদের মধ্যে স্বনির্ভরতার বার্তা পৌঁছে দেওয়া। আমি চাই প্রত্যেক নারী তাঁদের প্রিয় শাড়ি ও প্রসাধনী সহজেই কিনতে পারেন।” ক্রেতাদের মধ্যেও ছিল এই মেলাকে ঘিরে উচ্ছ্বাস। মেয়েদের স্বনির্ভর হওয়ার কথা বলেছেন তিনি। কিন্তু এক্ষেত্রেও অনেকেই বলেছেন, রাজনীতি তাঁর দ্বারা হবে না আর সেই কারণেই তিনি ব্যবসার ওপর জোর দিচ্ছেন।