দেশের চতুর্থ সর্বোচ্চ সম্মান সুরের জাদুতে পদ্মশ্রী পাচ্ছেন বাংলার গর্ব অরিজিৎ সিং

ভারতের (India) সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং (Arijit Singh) এবার পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। বাংলার মাটিতে জন্ম নেওয়া এই গায়ক তাঁর সুরেলা কণ্ঠস্বর এবং আবেগময় পরিবেশনার মাধ্যমে গোটা বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একদিকে যেমন বলিউডের বড় বড় চলচ্চিত্রে তাঁর গান মুগ্ধ করেছে শ্রোতাদের, অন্যদিকে আঞ্চলিক ভাষার গানেও তিনি প্রমাণ করেছেন নিজের দক্ষতা। এবার দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান তাঁর ঝুলিতে যোগ হওয়ায় উচ্ছ্বসিত তাঁর ভক্তরা।

২০২৫ সালের পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায় অরিজিৎ সিং ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে আরও ৮ জন বিশিষ্ট ব্যক্তি সম্মানিত হচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন বিখ্যাত নৃত্যশিল্পী মমতা শঙ্কর, ঢাকি গোকুল চন্দ্র দাস, সঙ্গীতজ্ঞ তেজেন্দ্রনারায়ণ মজুমদার এবং শিক্ষাবিদ নগেন্দ্রনাথ রায়। এছাড়া, শিল্পপতি পবন গোয়েঙ্কা, ধর্মগুরু স্বামী প্রদীপ্তানন্দ এবং সমাজসেবী বিনায়ক লোহানিও রয়েছেন এই তালিকায়।

অরিজিৎ সিং-এর সঙ্গীত জীবনের শুরু হয়েছিল রিয়েলিটি শো থেকে। ধীরে ধীরে তাঁর প্রতিভা গোটা দেশের নজরে আসে। “তুম হি হো” গানটি তাঁকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। এরপর একের পর এক হিট গান উপহার দিয়ে তিনি বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। তাঁর সঙ্গীতশৈলী শুধু সিনেমার গানের মধ্যেই সীমাবদ্ধ নয়; লাইভ শো এবং স্বাধীন গানের ক্ষেত্রেও তাঁর অবদান প্রশংসনীয়।

পদ্ম পুরস্কারকে ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান হিসেবে বিবেচনা করা হয়। এই বছর পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ মিলিয়ে মোট ১৩৯ জনকে সম্মানিত করা হয়েছে। তাঁদের মধ্যে ২৩ জন মহিলা এবং ১৩ জন মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত। এই তালিকা দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ অবদান রাখা ব্যক্তিত্বদের নিয়ে গঠিত।

আরও পড়ুনঃ রচনার পর রাজনীতিতে এবার ঋতুপর্ণা? তৃণমূলে যোগ দেবেন ঋতুপর্ণা?

পদ্মশ্রী প্রাপ্তির খবরে উচ্ছ্বসিত অরিজিৎ সিং-এর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় আনন্দ প্রকাশ করেছেন। অনেকে তাঁকে “বাংলার গর্ব” বলে অভিহিত করেছেন। অরিজিৎ নিজে এই সম্মানের জন্য কেন্দ্র সরকার ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর মতে, এই সম্মান শুধু তাঁর নয়, সঙ্গীতজগতের প্রতিটি শিল্পীর জন্য প্রেরণার উৎস।