“তুমি স্মোক করলে আড়ালে করো! মেয়েদের একটা নিজস্ব ডিগনিটি থাকা উচিত, এটা মডার্ন হওয়া নয়…” আধুনিক নারীদের নিয়ে ফের কঠিন মন্তব্য মমতা শঙ্করের

বাংলার জনপ্রিয় নৃত্যশিল্পী অভিনেত্রী মমতা শঙ্কর (Mamata Shankar) নিজে দক্ষতায় তিনি দখল করেছেন বহু মানুষের হৃদয়। বর্ষীয়ান অভিনেত্রী সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেন। তাঁর দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করেন। তবে তাঁর সেই কথা অনেক সময় ঝড় তোলে। মমতা শঙ্কর এর আগেও বেশ কিছু কথা বলেছিলেন যে নিয়ে আলোচনা অব্যাহত। আর এবার তিনি মেয়েদের মডার্ন হওয়া প্রসঙ্গে নতুন বক্তব্য রাখলেন।

“এভাবে মর্ডান হওয়া যায় না”: মমতা শঙ্কর

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসেছিলেন মমতা শঙ্কর। সেই সাক্ষাৎকারে তিনি বললেন মেয়েদের বর্তমান অতিরিক্ত মডার্ন হওয়া প্রসঙ্গে বেশ কিছু কথা। আসলে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছেন প্রত্যেকটি মানুষ। আর সেই মানুষগুলোর দৃষ্টিভঙ্গি আঘাত করছে নৃত্যশিল্পীকে। অতিরিক্ত আধুনিক হওয়ার অর্থ যা খুশি করা নয়। আবারো নিজের বক্তব্যের মাধ্যমে সেই কথা বুঝিয়ে দিলেন তিনি।

ঠিক কি বলেছেন মমতা শঙ্কর? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেছেন মেয়েদের প্রকাশ্যে সিগারেট খাওয়া প্রসঙ্গে। তাঁর কথায়, একজন মেয়ে সিগারেট খাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মেয়েদের একটা নিজস্ব ডিগনিটি থাকাও দরকার। তুমি সিগারেট খাও ঠিক আছে। কিন্তু আড়ালে গিয়ে খাও। এভাবে প্রকাশ্যে সিগারেট খাওয়া প্রচন্ডভাবে আধুনিক হওয়া নয়।

নৃত্যশিল্পী আধুনিকতা প্রসঙ্গে পোশাক পরিচ্ছেদ নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন আধুনিকতা ছুঁতে গিয়ে মেয়েদের পোশাক পরিচ্ছেদ সম্পর্কেও খেয়াল রাখতে হবে। নয়তো মেয়েদের নিজেদেরই চোখে লাগে। পাগলরা তো রাস্তায় জামা কাপড় ছাড়াই ঘুরে বেড়ায়। কারণ সে তো পাগল। অতএব কোন সুস্থ মস্তিষ্কের মানুষ জেনে বুঝে তা কেন করবে?

আরও পড়ুনঃ ভারত নয় পাকিস্তানের জাতির জনক নাকি মহাত্মা গান্ধী! মন্তব্য করে বিতর্কে বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্য!

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে মমতা শঙ্করের শাড়ির আঁচল সম্পর্কিত বক্তব্যে চারিদিকে বিতর্কের ঝড় উঠেছিল। কিন্তু আরো একবার বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। এবার তার মন্তব্য নিয়ে আলোচনা চলছে ঠিকই। আগের মন্তব্যকেও টেনে আনা হয়েছে। তবে নিজের মন্তব্যে অনড় বর্ষীয়ান শিল্পী।

You cannot copy content of this page