টলিপাড়ায় গন্ডগোলের কারণে শুটিং বন্ধ হয়ে যাচ্ছে ‘কোন গোপনে মন ভেসেছে’! চোখের জল আটকাতে পারলেন না শ্বেতা

টলিপাড়ায় ফের জটিলতা। কাজ শুরুর আগেই বন্ধ হয়ে যাচ্ছে শুটিং। তুমুল চিন্তায় অভিনেতা-অভিনেত্রীরা থেকে টেকনিশিয়ান মেম্বাররা। গত বছর এরকমই এক অচলাবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলেন তাঁরা। এই বছরও সেই অচলাবস্থা তাড়া করে বেড়াচ্ছে। শুটিং বন্ধ নিয়ে মুখ খুললেন ‘কোন গোপনে মন ভেসেছে’ অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)

সম্প্রতি পরিচালক সৃজিত রায় নিজের সোশ্যাল মিডিয়া থেকে লাইভে এসেছিলেন। সেখানে তিনি বলেন, গত বছর ফেডারেশনের সঙ্গে ঝামেলায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এই বছর। শুরু হওয়ার পথে থাকা সৃজিতের নতুন ধারাবাহিক তাই কাজ শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে। যদিও তিনি নিজেও বুঝতে পারছেন না তাঁর কোন কাজের জন্য অসন্তুষ্ট ফেডারেশনের সদস্যরা।

বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে টলিউডের অন্দরে। ঘটনাটি প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। তিনি বললেন, এভাবে বন্ধ হয়ে যাওয়া কোন সলিউশন হতে পারেনা। হাজার যাই হোক না কেন, শুটিংয়ের সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের রুজি-রোজগার। তাই তাঁদের পেটে লাথি মারা উচিত নয়।

কথা প্রসঙ্গে তিনি বলেন, কাজ বন্ধ হয়ে যাওয়ার ভয় পান তিনিও। গত বছর এই পরিস্থিতি দেখে এসেছেন। আর এই পরিস্থিতিকে তিনি ভয় পান। টলিউডের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও এই পরিস্থিতি ঠিক হোক সেটাই চাইছেন। শ্বেতা আরো বলেন, পাশের ফ্লোর থেকে শুটিংয়ের আওয়াজ আসতো, আর এখন সেটা বন্ধ। ‌এই বিষয়টি মেনে নিতে পারছেন না কেউই।

আরও পড়ুনঃ দারুণ সুখবর! গাঁটছড়ার পর ফের একসঙ্গে জুটিতে ফিরছেন অনুষ্কা-রিয়াজ!

নতুন ধারাবাহিকে রুবেলের অভিনয় করার কথা রয়েছে? অভিনেত্রী শ্বেতা বলেন, এই বিষয় নিয়ে তিনি কিছুই জানেন না। তবে তিনি একটা কথাই বারবার বলবেন, শুটিং বন্ধ না করে দিয়ে বরং বসে বিষয়টির সমাধান করে নেওয়ায় যুক্তিযোগ্য।
প্রত্যেকের এটাই মত। আর সেটাই যেন হয়, তাই চাইছেন সবাই।