এ তো বাড়ি নয়, যেনো রাজপ্রাসাদ! হ্যা, বাংলার অন্যতম পরিচিত গায়িকা অঙ্কিতার বাড়ি দেখলে যে কারোরই এই ভাবনাই সর্বপ্রথম মাথায় আসবে। টিভির পর্দায় হোক বা সোশ্যাল মিডিয়ায় কমবেশি অঙ্কিতা ভট্টাচাৰ্যর (Ankita Bhattacharjee) গলা প্রায় প্রত্যেক ভারতবাসীই শুনেছেন। বিভিন্ন রিয়েলিটি শোয়ের প্রতিযোগী হওয়ার সুবাদে অল্পদিনের মধ্যেই পরিচিতি পেয়েছে অঙ্কিতা।
আজকের দিনে, নানা নতুন মুখের ভীড়ের মধ্যে নিজের জায়গা ধরে কোনো কিছুর থেকে কম নয় বলে অনেকেই মনে করেন। বর্তমানে, এই শিল্পী তাঁর মাকে নিয়ে নিজের রাজ্যের ভিন্ন জেলা তো বটেই এমনকি দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্তে গিয়ে কনসার্ট করেন। প্রসঙ্গত বলাই বাহুল্য জি বাংলার অন্যতম উল্লেখযোগ্য রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-এর ২০১৯ এর বিজেতা অঙ্কিতা।
যাঁরা অঙ্কিতাকে চেনেন তাঁরা জানেন ভট্টাচাৰ্য বাড়ির এই মেয়ের গানের হাতেখড়ি হয়ে মায়ের হাত ধরে। ছোটবেলা থেকে মায়ের থেকে গান শেখা পরবর্তীকালে গানের প্রতি ভালোবাসাকেই পেশায় পরিণত করে অঙ্কিতা। গায়িকা যেকোনো ভাষাতেই খুব সাবলীলভাবেই গান করে। শোনা যায় গত সাত বছর ধরে গায়ক রথীজিৎ ভট্টাচার্যের কাছে গানের তালিম নিচ্ছে অঙ্কিতা।
View this post on Instagram
চারিদিকে এই সংগীত শিল্পীর এত জয়জয়কারের সঙ্গে একটু একটু করে নিজের সব স্বপ্নকে বাস্তবায়িত করছে গায়িকা। বর্তমানে দেখা যাচ্ছে উত্তর ২৪ পরগনার তাঁর গ্রামে সুবিশাল মনের মতো বাড়ি তৈরী করেছে অঙ্কিতা। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম করলেই দেখা যাবে, ইতিমধ্যে বাড়িতে হয়ে গিয়েছে গৃহপ্রবেশ। বাড়ি দেখলে তাক লেগে যাবে সকলের। গ্রামের মধ্যে ঐরকম প্রাসাদসম বাড়ি যেনো অভাবনীয় অনেকের কাছেই।
আরও পড়ুনঃ মুখোশ খুলল সেবন্তীর! চুরির পেছনে লুকিয়ে আছে আরও বড় চক্রান্ত? সত্য সামনে আসতেই বিপাকে আদৃতের মা!
জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে অঙ্কিতার অনুরাগীর সংখ্যাও কম নয়। আবার, সেই সূত্র ধরেই হচ্ছে উপার্জন। আর সেই উপার্জনের জোড়েই তৈরি হয়েছে এই স্বপ্নের বাড়ি। বাস্তবের মাটিতে তো বটেই এমনকি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে রয়েছে অঙ্কিতার লক্ষাধিক ফলোয়ার। মাত্র ২২ বছর বয়সেই নিজের উপার্জিত অর্থ দিয়ে তৈরী করেছে স্বপ্নের রাজপ্রাসাদ। গোটা বাড়ি জুড়ে রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঝাড়বাতি, সাদা-কালো রঙের মার্বেল। রয়েছে সুবিশাল ডাইনিং। প্রাথমিকভাবে, ঘরোয়া গৃহপ্রবেশের পুজো হলেও পরে জমকালোভাবে অনুষ্ঠান করে পালন হল গৃহপ্রবেশ-এর অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঘিরে একাধিক ফটো সোশ্যাল মিডিয়া আপলোড করেছে অঙ্কিতা ভট্টাচার্য। সেই ফটো দেখে অনেক নেটিজেনরাই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
View this post on Instagram