নতুন বউ, কন্যা সন্তানে মজে কাঞ্চন! ভুললেন ছেলের জন্মদিন, শুভেচ্ছা বার্তাটুকুও পাঠালেন না

প্রায় এক বছর হল অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) সঙ্গে ঘর বেঁধেছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। অতীতের সমস্ত স্মৃতি ভুলে নতুন করে নিজের জীবন শুরু করেছেন তিনি। অন্যদিকে, তাঁর প্রাক্তন স্ত্রী পিংকি ব্যানার্জি একা হাতে মানুষ করছেন তাঁর ছেলে ওশকে। আর এবার ছেলের জন্মদিন সত্যি সত্যিই ভুলে গেলেন কাঞ্চন?

অভিনেত্রী পিংকি ব্যানার্জি ছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী। কাঞ্চন এবং পিংকির সন্তান ওশ। পিংকির সঙ্গে কাঞ্চনের ডিভোর্স হওয়ার সময় মায়ের পক্ষ নিয়ে ছিল ছোট্ট ছেলেটি। মায়ের সঙ্গেই এখন তার নতুন জীবন। আর ডিভোর্সের পর পিংকির পৃথিবী ছেলে ওশ। তবে কাঞ্চনের বিয়ের বছর খানেক ছুঁতে যাওয়ার আগেই ছেলে ওশের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় আদুরে বার্তা মা পিংকির।

এদিন অভিনেত্রী পিংকি ব্যানার্জি ছেলের জন্মদিন উপলক্ষে অনেক গুলি ছবি-সহ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। আর এই ভিডিওতে তিনি ছেলের জন্য আদুরে বার্তা দেন। তবে কাঞ্চনকে দেখা যায় ভ্যালেন্টাইন্স সপ্তাহে নানান ভাবে শ্রীময়ীকে ভালোবাসার উপহার দিতে।

আরও পড়ুনঃ কুম্ভ নিয়ে বাড়াবাড়ি, বাড়ির কাছে গঙ্গাসাগরে যাচ্ছে না কেন? গ্ল্যামার নেই বলে! সবার হেমা মালিনী হওয়ার ইচ্ছে, কটাক্ষ সুদীপার

তবে তিনি ছেলে ওশের জন্য শুভেচ্ছা বার্তা পাঠাননি। আর এখান থেকেই বোঝা যায় যে কাঞ্চন মল্লিক ভুলেছেন ছেলের জন্মদিন। তবে ঘটনার প্রতিক্রিয়ায় অভিনেত্রী পিংকি বলেন, তাঁর ছেলে ওশ এখন এতটাই পরিণত হয়েছে যে, বাবা জন্মদিনে শুভেচ্ছা না পাঠালেও তার আর কিছু যায় আসে না।

তবে ঘটনার প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। তিনি বলেছেন, ছেলের জন্মদিন তিনি ভোলেন নি। বরং ছেলের জন্মদিনের দিন তিনি তাঁর শুভ কামনায় পুজো দিয়েছেন। আসলে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য কোন মাধ্যম ছিল না তাঁর কাছে। তাই তিনি দূর থেকেই ছেলের ভালোর জন্য প্রার্থনা করেছেন।