নায়িকা অন্বেষাকে মেনে নিতে নারাজ দর্শকরা! অভিনয়ে মন দিতে গানের দুনিয়াকে বিদায় জানাচ্ছেন গায়িকা?

বিনোদন দুনিয়ায় গানের জগত আর অভিনয়ের জগৎ একসময় আলাদা ছিল। গায়ক-গায়িকারা শুধুমাত্র গান গাইতেন, আর অভিনেতা-অভিনেত্রীরা থাকতেন বড় পর্দায়। তবে সময় বদলেছে, এখন অনেক জনপ্রিয় সঙ্গীতশিল্পীকেও দেখা যাচ্ছে রুপোলি পর্দায়। কেউ স্বতঃস্ফূর্তভাবে অভিনয়ের দিকে ঝুঁকছেন, আবার কেউ সুযোগ পেয়ে নতুন এক দুনিয়ার সন্ধান করছেন। বলিউড থেকে টলিউড— সর্বত্রই এখন গায়কদের অভিনয়ে আসার প্রবণতা বাড়ছে। কিন্তু এই নতুন যাত্রা সবার জন্য সমান সহজ নয়। গানের মঞ্চ থেকে ক্যামেরার সামনে এসে দাঁড়ানো মানেই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। আর সেই চ্যালেঞ্জের সঙ্গেই লড়াই করছেন অন্বেষা।

গানের দুনিয়ায় অন্বেষার পরিচিতি আলাদা করে দেওয়ার দরকার নেই। তাঁর কণ্ঠের সুর শ্রোতাদের মুগ্ধ করে বহু বছর ধরে। বলিউড থেকে টলিউড— একাধিক জনপ্রিয় গানের সঙ্গে তাঁর নাম জড়িয়ে আছে। গায়িকা হিসেবেই বরাবর পরিচিত ছিলেন তিনি, কিন্তু সম্প্রতি এক নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। এবার বড় পর্দায় পা রেখেছেন অন্বেষা। নতুন ছবি ‘হামসাজ়’-এ তাঁকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। তবে অভিনয়ের প্রতি ভালোবাসা কি আগে থেকেই ছিল? নাকি এটি একেবারেই নতুন দিগন্ত?

Anwesha Dutta Gupta

 

 

অভিনয় করতে গিয়ে ট্রোলিংয়ের মুখে পড়েছেন অন্বেষা। বহু দর্শক মনে করছেন, গায়ক-গায়িকাদের শুধু গানেই থাকা উচিত, অভিনয় করা তাঁদের সাজে না। সোশ্যাল মিডিয়ায় অনেকেই কটাক্ষ করেছেন তাঁকে। কেউ বলেছেন, ‘‘গাইতে এসেছিলেন, এখন নায়িকা হচ্ছেন!’’ আবার কেউ লিখেছেন, ‘‘গায়করা গানেই থাকুক, সিনেমায় ঢোকার দরকার নেই।’’ অনেকে আবার তাঁর অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে এসবের তোয়াক্কা না করেই নিজের কাজে মন দিয়েছেন অন্বেষা।

আরও পড়ুনঃ মহাকুম্ভের ছোঁয়া লাগতে চলেছে ‘পরিণীতার গল্পে! গোটা টিম যাচ্ছে পুণ্যস্নানে, কবে হবে সেই পর্বের টেলিকাস্ট?

এই প্রসঙ্গে অন্বেষা বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় কে কী বলল, তা দেখে বোঝা যায় না মানুষের আসল প্রতিক্রিয়া। শো করতে গেলে হাজার হাজার মানুষের সামনে বোঝা যায় গানটা বা সিনেমাটা নিয়ে আসল অনুভূতি কেমন। আমি খুব পজিটিভ ভাইব পেয়েছি।’ অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশের পরও গান তাঁর প্রথম ভালোবাসা। তবে অভিনয় করতে গিয়ে নতুন এক অভিজ্ঞতা হচ্ছে তাঁর। তিনি বলেন, ‘‘আমি ব্যক্তিগত জীবনে খুবই লাজুক। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে একটু ভয়ও ছিল। কিন্তু সবাই বলছেন, আমি ক্যামেরা ফ্রেন্ডলি!’’ বাংলা ও হিন্দি— দুই জায়গাতেই কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

‘হামসাজ়’ মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্মেও আসবে। এখন দেখার, বড় পর্দায় অন্বেষাকে দর্শক কতটা আপন করে নেন! গানের জগৎ থেকে অভিনয়ে এসে একাধিক সমালোচনার মুখে পড়লেও আত্মবিশ্বাসী অন্বেষা। তাঁর কথায়, ‘‘সমালোচনা থাকবেই, কিন্তু আমি কাজ উপভোগ করছি। ট্রোলিং আমায় দমিয়ে রাখতে পারবে না!’’