কুম্ভ মেলা, ভারতবাসীর কাছে প্রতিবছর এই মেলার জনপ্রিয়তা থাকলেও এ বছর যেনো অত্যাধিক প্রাধান্য পেয়েছে বিশ্বব্যাপী মানুষের কাছে। ১৪৪ বছর পর বর্তমানে প্রয়াগরাজে পালন করা হচ্ছে মহাকুম্ভের মেলা। দেশের নামিদামি লোক থেকে শুরু করে সাধারণ মানুষ এমনকি বহু বিদেশি এসেও ডুব দিচ্ছে ত্রিবেণী সঙ্গমে।
সম্প্রতিকালে, টলিউড অভিনেত্রী দেবলীনা কুমার এবং অপরাজিতা আঢ্য ঘুরে এসেছেন প্রয়াগরাজ থেকে। অন্যদিকে আবার এই মুহূর্তে টেলিপাড়ায় শোনা যাচ্ছে গঙ্গাসাগরের ডুব দিতে চলল বাংলা ধারাবাহিকের কলাকুশলীরা। মহাকুম্ভের অনুভূতি পেতে গোটা টিম নাকি হাজির হবে প্রয়াগরাজে। তবে, কোন ধারাবাহিক?
‘পরিণীতা’র আগামী পর্বে ধীরে ধীরে উঠে আসবে মহাকুম্ভের কথা। খোঁজ নিয়ে জানা গেল, তাঁরা কেউই সশরীরে যাবেন না কুম্ভ মেলায় বরং এই মেলার আদলেই এই কলকাতা শহরে বসে তৈরী হবে সেট এবং সেখানেই যাবতীয় শুটিং হবে। সেট তৈরীর কাজ চলছে তুঙ্গে।
আরও পড়ুনঃ গ্রামের নাতনি সিরিয়ালের নায়িকা! আমাকে দেখতে সবাই ভিড় করছে, মা বাবা দূরে দাঁড়িয়ে দেখছে, এ এক অদ্ভুত অনুভূতি! আবেগবিহ্বল শ্রুতি
পরিচালকের কথায়, সমাজে ঘুরতে থাকা নানা ঘটনা যদি ধারাবাহিকে ঘটে তাতে দর্শকেরা বেশি মিল পান। এই সিরিয়ালে ও তার অন্যথা হবে না। প্রসঙ্গত, জানিয়ে রাখা ভালো এই সপ্তাহের বেঙ্গল টপার হয়েছে পরিণীতা, প্রাপ্ত নম্বর ৭.৯। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই টিআরপির তালিকায় বেশ ভালো ধান দখল করে রয়েছে এই ধারাবাহিক।
কয়েকদিন আগে এই ধারাবাহিক পার করেছে ১০০ পর্ব। কেক কেটে হইহুল্লোড়ের মধ্য দিয়ে পালন হয়েছে বিশেষ পর্ব। সেদিন ধারাবাহিকের সকল কলাকুশলীরাও উপস্থিত ছিলেন সেটে। উদযাপনের বিশেষ কিছু ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে রিয়াজ লস্কর। পোস্ট করা ভিডিওতে অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে, “আচ্ছা বন্ধুরা, আজ আমাদের পরিণীতা ধারাবাহিকের ১০০ পর্ব পার হল”। অবশেষে এই ধারাবাহিকের নায়িকা বিশেষ দিনটিকে ঘিরে বলেছেন, “১০০ হল। এবার এই ১০০ টাকে আরও আরও অনেক ১০০০ করতে হবে। আরও যতদূর যাওয়া যায়। মাইলস টু গো। খুব আনন্দ হচ্ছে”।