প্রেরণা ভট্টাচার্য (Prarona Bhattacharjee) হলে বাংলা ছোট পর্দার একজন অতি পরিচিত অভিনেত্রী (Actress)। প্রেরণা বহু জনপ্রিয় বাংলা ধারাবাহিকে (Bengali Serial) অভিনয় করেছেন, যেমন— ওগো নিরুপমা, খুকুমণি হোম ডেলিভারি, করুণাময়ী রাণী রাসমণি ইত্যাদি। বাংলা টেলিভিশন(TV) জগতে তিনি একটি পরিচিত মুখ। সামাজিক মাধ্যমে তার ফ্যান ফলোয়িং যথেষ্ট চোঁখে পরার মতন। ইনস্টাগ্রামে (Instagram)তার ৬০ হাজারেরও বেশি অনুসরণকারী (Followers) রয়েছে, যা তাকে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার করে তুলেছে। ইতিমধ্যেই তিনি বহু জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে, অভিনেত্রী জি বাংলা-র সিরিয়াল ‘ জগদ্ধাত্রী (Jagadhatri) ’-তে সাংভি মুখার্জি চরিত্রে অভিনয় করছেন।
প্রসঙ্গত প্রেরণার মা ও হলেন একজন নাম করা অভিনেত্রী। গতকাল ছিল তাঁর মা ও বাবার ৪০ তম বিবাহবার্ষিকী। সারাদিনের শুটিং সেরে হাজার ব্যস্ততা সমলেও অভিনেত্রী উদযাপন করেছেন ছোট করে বাড়িতে। পরের দিন অবশ্য মা ও বাবাকে সারপ্রাইজ দিতে নিয়ে গিয়েছিলেন ‘কলকাতা রাজবাড়ি’ নামক এক নামজাদা রেস্তোরাঁতে।
ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী সেই ভিডিও যেখানে দেখা যাচ্ছে তাঁর মা ও বাবাকে বরণ করা হচ্ছে রেস্তোরাঁর সামনে। তারপর ভেতরে ঢুকতেই পূর্ব পরিকল্পনা মতন এক ধারে সাজানো রয়েছে একটি টেবিল তার ওপরে রয়েছে মালাবদল এর আয়োজন।
ভিডিওটিতে অভিনেত্রীকে বলতে শোনা যায় তাঁর বাবা মা এর বাঙালি খাওয়ার পছন্দ বলে তিনি আগে থেকেই ঠিক করেছিলেন এখানেই সেলিব্রেট করবেন। মেনুতে বাঁধ পড়েনি কিছুই।
আরও পড়ুনঃ জন্মদিনের মাসেই বড় ক্ষতি হল সৌমিতৃষার! মুখ থুবড়ে পড়েছে ‘১০ই জুন’! ভালো কাজ না পেলে সিরিয়ালে ফিরুন, সৌমিতৃষাকে উপদেশ নেটিজেনদের
ছিল মাছ থেকে মাংস, চাটনি থেকে পায়েস। সব শেষ বাবা মা কে কেমন লাগলো জানাতে চাইলে তাঁরা অত্যন্ত আনন্দিত হয়ে বলেন এত ‘গুলো বছর বাঁধে আজকের এই তারিখ এবার খুব ভালো কাটলো’। এই ভিডিও পোস্ট হতেই নেটিজেনরা শুভেচ্ছা জানাতে থাকেন।